চলতি বিপিএলে সর্বোচ্চ উইকেটের মালিক দুর্বার রাজশাহীর হয়ে খেলা তাসকিন আহমেদ। শুধু এবারের আসর নয়, বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও এখন তার দখলে। প্লে-অফের আগেই বিদায় নেওয়া রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন এই পেসার। তবে তাসকিনের এই রেকর্ড ছোঁয়া বা ভাঙার সুযোগ রয়েছে চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদের।
এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তাসকিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ। যদিও তাসকিনের চেয়ে এখনও ৫ উইকেট পিছিয়ে আছেন এই পেসার। ১৩ ম্যাচ খেলে ২০ উইকেট শিকার করেছেন তিনি। তাসকিনকে ছুঁতে তার প্রয়োজন ৫ উইকেট এবং ছাড়িয়ে যেতে প্রয়োজন ৬ উইকেট।
তবে খালেদ ছাড়াও রংপুরের আকিফ জাভেদ ও বরিশালের ফাহিম আশরাফ সমান ২০ উইকেট শিকার করেছেন। তবে রংপুর ইতোমধ্যে বিদায় নিয়েছে এবং ফাহিম বিপিএল ছেড়ে পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। যে কারণে বিপিএলের ফাইনালে তাসকিনকে ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে শুধু খালেদের সামনেই।
আরও পড়ুন:
» ইয়েশার বিপিএল ছাড়ার প্রসঙ্গে জানা গেল চমকপ্রদ খবর
» চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দুটি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ
যদিও তাসকিনকে ছুঁতে চমকপ্রদ কিছু করতে হবে খালেদকে। এবারের বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তাসকিনের রেকর্ডে ভাগ বসাতে ফাইনালে ফাইফার নিতে হবে এই পেসারকে। তবে ফাইনালের মঞ্চে বরিশালের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে ৫ উইকেট নেয়া মোটেও সহজ হবে না।
তবে তাসকিনকে ছোঁয়ার পথ কঠিন হলেও সাকিব আল হাসানকে ছোঁয়ার দারুণ সুযোগ রয়েছে খালেদের। বিপিএলের এক আসরে ২৩ উইকেট নিয়ে তাসকিনের পরেই অবস্থান সাকিবের। তাই ফাইনালে ৩ উইকেট নিতে পারলেই সাকিবের পাশে নাম লেখাবেন এই ডানহাতি পেসার।
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৫/বিটি