প্রায় দেড়মাস ব্যাপী বিপিএলের পর্দা নামছে কাল। মিরপুরে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। তবে একদিন আগেই ফাইনাল ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের ফাইনাল শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে এনেছে বিসিবি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে নতুন সময় অনুযায়ী শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
চলতি বিপিএলের লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল। এরপর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রেখেছেন তামিম ইকবালের দল।
আরও পড়ুন:
» ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন কিংবদন্তি মার্সেলো
» বিপিএলে তাসকিনের রেকর্ডে ভাগ বসাতে পারবেন খালেদ?
অন্যদিকে বরিশালের পরেই দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছিল চিটাগং। তবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বরিশালের কাছে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে মোহাম্মদ মিথুনের দল।
শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ফাইনালের মঞ্চে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপা জয়ের কাছে ফ্রাঞ্চাইজিটি। অন্যদিকে এখনো প্রথম শিরোপার স্বাদ নেওয়ার অপেক্ষায় চিটাগং কিংস। ২০১৩ আসরে ঢাকার বিপক্ষে ফাইনালে হেরেছিল তারা। এরপর আর এই টুর্নামেন্টে অংশ নেয়নি ফ্রাঞ্চাইজিটি। প্রায় এক যুগ পর টুর্নামেন্টে ফিরেই ফাইনালে উঠেছে কিংসরা। এবার তাদের সামনে ২০১৩ ফাইনাল হারের দুঃখ ঘুচানোর বড় সুযোগ রয়েছে।
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৫/বিটি