Connect with us
ক্রিকেট

বিপিএল ফাইনালে তামিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

Tamim Iqbal_FRB
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

মাসখানেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। তবে বাইশ গজ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়নি তার। ফলে তাকে আনুষ্ঠানিক বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি।

আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। আর এই ফাইনালের মঞ্চেই দেশসেরা এই ড্যাশিং ওপেনারকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বিপিএল ফাইনালের মহারণ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমকে বিদায়ী সম্মাননা জানাবে বিসিবি। দেশের ক্রিকেটের প্রতি তার অবদানের স্বীকৃতি স্বরূপ বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে।

আরও পড়ুন:

» বিপিএল প্রাইজমানি বাড়ল, কে কত পাবে

» বিপিএলের ফাইনাল শুরুর সময়ে পরিবর্তন আনলো বিসিবি

২০২৩ সালের সেপ্টেম্বর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তামিম। তবে তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা ছিল। কিন্তু বিভিন্ন ইস্যুতে আর ফেরা হয়নি এই তারকার। গুঞ্জন ছিল, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পুনরায় লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন খান সাহেব। তবে শেষ পর্যন্ত সেটাও হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই দেশের ক্রিকেট ভক্তদের আশাহত করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে জাতীয় দলকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এই তারকা। ৩৫ বছর বয়সেও স্বাচ্ছন্দ্যের সঙ্গেই খেলে যাচ্ছেন। চলতি বিপিএলে দলকে ফাইনালে তোলার পেছনে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন এই ড্যাশিং ওপেনার।

আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফাইনালের মহারণে তামিম ইকবালের নেতৃত্বে মাঠে নামবে ফরচুন বরিশাল। এই ম্যাচে চিটাগাংকে হারিয়ে হাশি মুখে বিদায় নিতে চাইবেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট