![Bpl trophy](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Bpl-trophy-1.jpg.webp)
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএল নিয়ে চলে আসছে একের পর এক বিতর্ক ও সমালোচনা। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশ পেরিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনায় এসেছে চলমান ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি। এবার বিপিএল নিয়ে হুশিয়ার করল ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।
সংগঠনটি শঙ্কা জানিয়েছে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ইস্যু চলমান থাকলে ভবিষ্যতে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাবে না বাংলাদেশ। এমনকি পারিশ্রমিকের এই ঘটনা এবারই নতুন নয় বলে উল্লেখ করেছে তারা। এদিকে কয়েক বছরেও বিষয়টি সমাধান না হওয়া বেশ হতাশার বলছেন ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফাত।
এই কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘আমাদের ধারণা নন-পেমেন্ট ইস্যু চলমান থাকলে ভালো ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে আগ্রহ হারাবে। বিপিএলে বারবার এ ধরনের ইস্যুর নজির খুবই হতাশার। কয়েক বছর ধরেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এটি অগ্রহণযোগ্য, কোনো উন্নতি হচ্ছে না এবং এটি (পারিশ্রমিক বকেয়া) খেলোয়াড়দের পারফরম্যান্সেও প্রভাব ফেলে।’
আরও পড়ুন:
» ব্রাজিল তারকাকে ‘ভাই’ বললেন রোনালদো, দিলেন বিদায়ী বার্তা
» বিপিএলের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (৭ ফেব্রুয়ারি ২৫)
টম মোফাত আরও বলেন, ‘যেকোনো অনুমোদিত লিগে এটুকু নিশ্চয়তা থাকা উচিৎ যে, চুক্তিতে খেলোয়াড়দের মৌলিক বিষয়গুলো সুরক্ষিত থাকবে। খেলাটি লেনদেনজনিত সমস্যা সমাধানে সক্ষম নয়। ২০২৫ সালে এসে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সেরাদের কাতারে থাকতে হলে এসবে পরিবর্তন আনতে হবে। নির্ধারিত সময়ের মাঝে গভর্নিং বডির উচিৎ নিজেদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে এই সমস্যা সমাধান করা।’
এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে সবথেকে বেশি বিসিবিকে ভুগিয়েছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের অর্ধেক পেরিয়ে গেলেও ক্রিকেটারদের কোন পয়সাই দিতে পারেনি দলটি। অনুশীলন বয়কটের পর ম্যাচ বয়কট করতেও বাধ্য হয় বিদেশি ক্রিকেটাররা। দফায় দফায় টাকা দেওয়ার কথা বললেও ক্রিকেটারদের হতাশ করা হয়েছে বারবার। এমনকি বিদেশি ক্রিকেটারদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে না দলটি।
রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে পারিশ্রমিক ইস্যুতে কড়া বার্তা দিয়েছিল অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে গিয়ে ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন দফায় ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন শফিক। তা নাহলে নেয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। এদিকে আজ ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)