Connect with us
ফুটবল

বিশাল জয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা

Barcelona won with Feran Tores hattrick
তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার জয়। ছবি- সংগৃহীত

বার্সেলোনাকে হারিয়ে চমক দিতে চেয়েছিল ভ্যালেন্সিয়া। কেননা গেল মাসেই লা লিগায় তাদের ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল কাতালানরা। তাই আজ প্রতিশোধ নিতে মাঠে নামে ভ্যালেন্সিয়া। তবে এবারও তারা করতে পারেনি সুবিধা। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে দলটি বার্সেলোনার কাছে হেরেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

গতকাল বৃহস্পতিবার রাতে স্পেনের জাতীয় ফুটবল কাপ প্রতিযোগিতা কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। যেখানে বার্সার জার্সিতে হ্যাটট্রিক করেন ফেরান তোরেস। দলের হয়ে বাকি গোল দুটি করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল। যাদের বিপক্ষে রীতিমতো কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ভ্যালেন্সিয়া।

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে বলে মনে করেছিলেন হ্যাটট্রিক করা তোরেস, ‘আমরা ভেবেছিলাম এটা খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ, মেস্তায়ায় খেলা সব সময়ই বেশ কঠিন হয়ে থাকে। আমাদের ভাগ্য ভালো যে আমরা ম্যাচের প্রথম দিকেই গোল করেছি এবং সেটাই তাদের বিধ্বস্ত করতে সহযোগিতা করেছে।’

আরও পড়ুন:

» বিপিএলকে যে কারণে হুশিয়ার করল ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন

» ব্রাজিল তারকাকে ‘ভাই’ বললেন রোনালদো, দিলেন বিদায়ী বার্তা

এদিন ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন তোরেস। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এরপর ম্যাচের ১৭তম মিনিটেই দলের ব্যবধান আরো বাড়ান এই স্প্যানিশ ফুটবলার। বক্সের মধ্য থেকে সতীর্থের নেয়া শট পোস্টে লেগে ফিরে এলে তা জালে জড়ান তোরেস।

এর ছয় মিনিট বাদেই দলের গোল ব্যবধান আরও বাড়ান লোপেজ। প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে অসাধারণ গোল করেন তিনি। এর কিছুক্ষণ পরেই ম্যাচের ৩০তম মিনিটে ডি বক্সের কিছুটা বাইরে থেকে জড়ালো শটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তোরেস। এরপর লামিনে ইয়ামাল ভ্যালেন্সিয়ার কফিনে ঠুকে দেন শেষ পেরেক।

বার্সেলোনা ছাড়াও এই টুর্নামেন্টে সেমি ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। এরপর ড্রয়ের মাধ্যমে সেমিফাইনালে দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। কোপা দেল রে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩ বার জিতেছে অ্যাথলেটিকো বিলবাও। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বার রিয়াল মাদ্রিদ ও ১০ বার জয় করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল