Connect with us
ক্রিকেট

এশিয়ার ৩ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে দেখছেন শোয়েব

Shoaib Akhter
শোয়েব আখতার। ছবি- সংগৃহীত

আর মাত্র ১২ দিন পর পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির পর্দা উঠবে। মিনি বিশ্বকাপ খ্যাত ৮ দলের এই টুর্নামেন্টেটি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। যেখানে ভারতের জন্য বিকল্প ভেন্যু হিসেবে থাকবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ভারতের সবগুলো ম্যাচ এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন পর এশিয়ার মাটিতে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ ২০০৬ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। এরপর গত তিনটি আসর আয়োজিত হয়েছিল এশিয়ার বাইরের দেশগুলোতে। তবে এবারের আসর দিয়ে এশিয়ায় ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

এশিয়ার মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার এশিয়ার দলগুলোকেই এগিয়ে রাখছে অনেকে। এবার পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। সেখানেও এশিয়ার দলগুলোকেই এগিয়ে রেখেছেন এই সাবেক।

আরও পড়ুন:

» হারলেও যেভাবে জিতে যাবেন তামিম ইকবাল!

» বিসিবির চাকরি ছেড়ে হান্নানের নতুন অধ্যায়ের সূচনা

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এশিয়ার তিনটি দল দেখছেন শোয়েব। তার মতে, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান সেমিফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানকে সেমিতে দেখছেন শোয়েব।

অন্যদিকে গ্রুপ ‘বি’-তে এশিয়ার একমাত্র দল হিসেবে রয়েছে আফগানিস্তান এবং তাদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে আফগানিস্তানকে সেমিতে দেখছেন শোয়েব। তবে চতুর্থ দলের নাম জানাননি শোয়েব।

দুবাইয়ে সংবাদমাধ্যমকে শোয়েব বলেন, ‘আমি বিশ্বাস করি, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে পাকিস্তান, ভারত ও আফগানিস্তান। আফগানরা দল হিসেবে খেলতে পারলে সেমিফাইনালে খেলবে। আশা করি, ২৩ ফেব্রুয়ারি ভারতকে হারাবে পাকিস্তান। তবে এটাও বিশ্বাস করি, ভারত-পাকিস্তান টুর্নামেন্টের ফাইনালেও খেলতে পারে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট