নামে-ভারে চলতি বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন বড় বড় বিদেশি তারকাদের দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এমনকি ফ্রাঞ্চাইজিটির বেঞ্চ টিম দিয়ে আরেকটি দল গঠন করা যাবে বলেও সম্প্রতি মন্তব্য করেছিলেন দলটির স্পিনার তাইজুল ইসলাম। আর এ কারণে প্রতিটি ম্যাচেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছাড়াই একাদশ গঠন করতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
বরিশাল নামে-ভারে যেমন শক্তিশালী, তেমনি মাঠের পারফরম্যান্সও দুর্দান্ত। চলতি আসরের প্রথম দল হিসেবেই ফাইনালে উঠেছিল ফ্রাঞ্চাইজিটি। তবে ফাইনালের আগের দলের শক্তিমত্তা বাড়াতে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে আনে ফ্রাঞ্চাইজিটি।
মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকায় পাকিস্তান চলে গেছেন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ফাহিম আশরাফ। আর ফাইনালে হয়ত তার অভাব পূরণের জন্যই শেষ মুহূর্তে এই কিউই অলরাউন্ডারকে দলে নিয়েছিল তারা। তবে ফাইনালের জন্য এনেও ফাইনালেই নিশামকে দলে নেয়নি বরিশাল।
আরও পড়ুন:
» এশিয়ার ৩ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে দেখছেন শোয়েব
» হারলেও যেভাবে জিতে যাবেন তামিম ইকবাল!
আজ (শুক্রবার) চিটাগং কিংসের বিপক্ষে ফাইনাল খেলতে নেমেছে বরিশাল। তবে দলটির ৪ বিদেশির মধ্যে জায়গা হয়নি নিশামের। বিদেশিদের মধ্যে সুযোগ পেয়েছেন ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি এবং মোহাম্মদ আলী।
বরিশালের সবশেষ ম্যাচে চার বিদেশি ক্রিকেটারের পারফর্ম্যান্স দেখলে মোহাম্মদ নবীর বাদ পড়ার সম্ভাবনাই বেশি ছিল। তবে উইনিং কম্বিনেশন ভাঙেনি বরিশাল। তাদের উপর ফাইনালেও আস্থা রাখছে ফ্রাঞ্চাইজিটি। আর টিম কম্বিনেশনের কারণেই ফাইনালে খেলতে এসেও শেষ পর্যন্ত বেঞ্চে থেকেই ফাইনাল দেখতে হবে নিশামকে।
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৫/বিটি