![2025 BPL Champions](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/2025-BPL-Champions.jpg.webp)
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক হাইভোল্টেজ ফাইনালের মধ্য দিয়ে ২০২৫ বিপিএলের পর্দা নামলো। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল।
বিপিএলের এবারের আসরের প্রাইজমানিতে পরিবর্তন আনা হয়েছে। গত দুই আসরের তুলনায় এবারের আসরে প্রাইজমানি বেড়েছে। একইসঙ্গে পুরস্কারের ক্যাটাগরিও বাড়ানো হয়েছে। এবারের আসরে মোট ১০ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।
এবারের আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল ২ কোটি ৫০ লাখ টাকার প্রাইজমানি পেয়েছে। অন্যদিকে রানার্সআপ দল চিটাগং কিংস ১ কোটি ৫০ লাখ টাকার প্রাইজমানি পেয়েছে। এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বাদ পড়া অর্থাৎ খুলনা টাইগার্স পেয়েছে ৬০ লাখ টাকা এবং এলিমিনেটর থেকে বাদ পড়া চতুর্থ দল রংপুর রাইডার্স পেয়েছে ৪০ লাখ টাকার প্রাইজমানি পেয়েছে।
আরও পড়ুন:
» চিটাগংকে হারিয়ে ২০২৫ বিপিএলের চ্যাম্পিয়ন বরিশাল
» এশিয়ার ৩ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে দেখছেন শোয়েব
বিপিএলের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। ২৯ বলে ৫৪ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ড্যাশিং ওপেনার। এতে ৫ লাখ টাকার প্রাইজমানি পেয়েছেন তিনি। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ইনিংসে ব্যাট হাতে ৩৫৫ রানের পাশাপাশি বল হাতে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। টুর্নামেন্ট সেরা হয়ে ১০ লাখ টাকার প্রাইজমানি পেয়েছেন এই অলরাউন্ডার।
২০২৫ বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জিতেছেন নাঈম শেখ। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ইনিংসে ৫১১ রান সংগ্রহ করেন এই ওপেনার। আর সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর জার্সিতে ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করেন এই পেসার। তার দুজনের সমান ৫ লাখ টাকার প্রাইজমানি পেয়েছেন।
২০২৫ বিপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালসের হয়ে ১২ ইনিংসে ৪৮৫ রান করেন ২৪ বছর বয়সী এই ওপেনার। এছাড়া সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। বরিশালের হয়ে উইকেটের পেছনে ১৪ টি ডিসমিসাল করেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক। তারা দুজনেই সমান ৩ লাখ টাকা করে প্রাইজমানি পেয়েছেন।
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)