Connect with us
ক্রিকেট

ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার দিনক্ষণ জানালেন তামিম

Tamim with bpl trophy and way to Barishal
বিপিএল ট্রফির সঙ্গে তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

তামিম ইকবালের হাত ধরে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয় করেছে ফরচুন বরিশাল। এর আগের বার চ্যাম্পিয়ন হলেও বিভিন্ন কারণে ট্রফি নিয়ে যাওয়া হয়নি বরিশালের ভক্তদের কাছে। তবে এবার তেমনটি হবে না বলে আশাবাদী চ্যাম্পিয়ন দলের এই অধিনায়কের। জানালেন বরিশালে ট্রফি ট্যুরের কথা।

এদিন ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে চিটাগং কিংসকে পরাজিত করেছে ফরচুন বরিশাল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার প্রসঙ্গে কথা বলেছেন তামিম। যেখানে তিনি জানিয়েছেন আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) ট্রফি নিয়ে বরিশালের ভক্তদের কাছে যাওয়ার পরিকল্পনা আছে তাদের।

তামিম ইকবাল বলেন, ‘আমরা গতবার জেতার পর বরিশাল আসতে পারিনি। তবে এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, এবার ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’


আরও পড়ুন:

» সাকিব-মাশরাফির প্রসঙ্গে ভক্তদের যে বার্তা দিলেন তামিম

» ২০২৫ বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার, কত টাকা পেলেন


গতকাল শিরোপা জয়ের পর দলের মালিক মিজানুর রহমানকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘আমি মালিককে ধন্যবাদ দেবো। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’

উল্লেখ্য, বিপিএলের ইতিহাসে ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে গতকাল ম্যাচ জিতেছে বরিশাল। যেখানে আগে ব্যাট করে ১৯৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল চিটাগং কিংস। অপরদিকে বিশাল লক্ষ্য চেজ করতে নেমে তামিমের ঝড়ো ফিফটিতে দারুন শুরু পায় বরিশাল। শেষ পর্যন্ত ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে তারা।

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট