![Rishad Hossain leave crucial impect in BPL final](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Rishad-Hossain-leave-crucial-impect-in-BPL-final.jpg.webp)
বিশাল রান তাড়া করতে নেমে শেষ দিকে কিছুটা চাপে পড়ে যায় ফরচুন বরিশাল। নিজেদের ষষ্ঠ উইকেট পতনের পর কাকে নামাবেন তামিম, এমন ভাবনায় দলের বাকি সতীর্থরাই বলেন রিশাদ হোসেনের নাম। শেষ পর্যন্ত এই রিশাদের ব্যাটে ভর করেই তীরে এসে তরী ডোবার হাত থেকে রক্ষা পেয়েছে বরিশালের।
দলের জয়ের জন্য তখনও প্রয়োজন ৯ বলে ১৭ রান। আর তখন সদ্য উইকেটে দাঁড়িয়ে রিশাদ। আগের ১৫ বলে বরিশাল পায়নি কোন বাউন্ডারির দেখা। তাই দ্রুত গতিতে বাড়তে থাকে প্রেসার। তখনই বিনুরা ফার্নান্দোর চতুর্থ ডেলিভারিতে লং অনে বিশাল এক ছক্কা হাকিয়ে দলকে স্বস্তি এনে দেন রিশাদ।
শেষ ওভারে যখন ৮ রান প্রয়োজন প্রথম বলেই স্ট্রেইটে ফিল্ডারের ওপর দিয়ে দারুন লম্বা আরও এক ছক্কা হাকান তিনি। এতেই বরিশালের হাতের নাগালে চলে আসে ফাইনাল জয়। এদিন ৬ বলে তিনি খেলেন ১৮ রানের এক ক্যামিও ইনিংস। ম্যাচ শেষে তাই রিশাদ হোসেনকে কৃতিত্ব দিতে ভুলেননি বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
আরও পড়ুন:
» ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার দিনক্ষণ জানালেন তামিম
» সাকিব-মাশরাফির প্রসঙ্গে ভক্তদের যে বার্তা দিলেন তামিম
সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘মাহমুদউল্লাহ আর নবি যখন আউট হয়ে যায় তখন একটু ভয় পেয়েছিলাম। এরপর আছে শুধু দুই বোলার। কাকে পাঠাব বুঝতে পারছিলাম না, ওরাই বলাবলি করছিল ভাই ওরে (রিশাদকে) পাঠান। অনেকের ব্যাপারে অনেক কিছু বলতে পারি, তবে রিশাদের ওই দুটি ছয় আসলে গেমচেঞ্জার।’
দলের জয়ে রিশাদের অবদান ভালোভাবেই মূল্যায়ন করে তামিম বলেন, ‘স্ট্রাইকে রিশাদ, আমার মনে হয় রিশাদের প্রথম ছক্কাটাই খেলা বদলে দিয়েছে। কারণ শেষ ওভারে যদি ১৫ রান লাগত তাহলে চাপটা অনেক বেশি থাকত। আর লাস্ট ওভারের প্রথম বলে ছক্কা, ওটাও ম্যাচের ভাগ্য ঠিক করে দিয়েছে। এটাই আমাদের জয়ের অন্যতম একটা বড় কারণ।’
এছাড়াও তামিম ইকবাল উল্লেখ করেছেন, রিশাদ হোসেনের বোলিংয়ের পাশাপাশি দারুন ব্যাটিং করার সক্ষমতার কারণেই তাকে দলের সঙ্গে রাখা হয়েছে। শেষ পর্যন্ত সেই রিশাদের ব্যাটেই জয় নিশ্চিত করতে পেরেছে বরিশাল। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছে তামিম ইকবালের দল।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)