![Tamim Iqbal press conference after winning bpl trophy for Fortune Barishal](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Tamim-Iqbal-press-conference-after-winning-bpl-trophy-for-Fortune-Barishal.jpg.webp)
তৃতীয়বারের মতো বিপিএলে শিরোপা জয়ের স্বাদ পেল তামিম ইকবাল। আর তার নেতৃত্বেই হিসেবে টানা দ্বিতীয় দফা চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। এদিকে বিপিএল চলাকালেই আনুষ্ঠানিকভাবে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সমাপ্তির ঘোষণা দিয়েছেন তামিম। অবসরের পর এবার রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে কিনা সে প্রসঙ্গে কথা বললেন তিনি।
গতকাল টুর্নামেন্টের ফাইনালে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে চিটাগং কিংসকে পরাজিত করেছে ফরচুন বরিশাল। ম্যাচ শেষে এদিন তামিমকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেয় বিসিবি। এরপর ট্রফি সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলেন সাবেক এই টাইগার ক্রিকেটার। যেখানে এক পর্যায়ে উঠে আসে তামিমের রাজনীতিতে আসার প্রসঙ্গ।
এর আগে বিভিন্ন ক্রিকেটার রাজনীতিতে যোগ দেয়ার পর নানা বিতর্কের মুখে পড়ার ঘটনাও রয়েছে। তাই রাজনীতিতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নে তামিম কিছুটা হেসে উত্তর দেন, ‘রাজনীতিতে! এখন তো আমি রিটায়ার্ড। তাই যদি আসিও তবে সেই আলোচনাটা হবে না। তবে আল্লাহর রহমতে এখনও তেমন কোন প্ল্যান নাই। ওটা দেখা যাক।’
আরও পড়ুন:
» ‘রিশাদের দুই ছক্কাই ফাইনালে ব্যবধান গড়ে দিয়েছে’
» ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার দিনক্ষণ জানালেন তামিম
এদিকে ফাইনাল ম্যাচ শেষে বিদায়ী সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবির এমন আয়োজনে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তামিম ইকবাল। এদিন তিনি উল্লেখ করেছেন, বিসিবি চাইলে এমনটা নাও করতে পারত। তবে তারা তামিমের ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সম্মানে এই সংবর্ধনা দিয়েছে, যার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা সে। বিসিবির প্রতি কোনো অভিযোগ না থাকার কথাও বলেন তামিম।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)