
ভেনেজুয়েলায় চলমান রয়েছে দক্ষিণ আমেরিকান যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। যেখানে এরই মধ্যে গ্রুপ পর্বের বাধা টপকে ফাইনাল রাউন্ডে উঠে এসেছে আর্জেন্টিনা। যেখানে নিজেদের প্রথম ম্যাচ চিলির বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল আলবিসিলেস্তেরা। এবার দ্বিতীয় ম্যাচেও উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলকে পরাজিত করল আর্জেন্টিনার যুবারা।
এদিন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের জয়ের রাতে জোড়া গোল করেছেন নতুন ম্যাসি খ্যাত তরুণ তারকা ফুটবলার ক্লদিও এচেভেরি। এতে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। দলের হয়ে বাকি দুই গোল করেন মাহের ক্যারিজো। টানা দুই জয়ে ফাইনাল রাউন্ডের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
দশ জাতির এই টুর্নামেন্টে প্রথমে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছিল দলগুলো। যেখান থেকে উভয় গ্রুপের সেরা তিনটি করে দল দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল রাউন্ডের খেলা। রাউড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে পাঁচটি করে ম্যাচ। শেষ পর্যন্ত এই গ্রুপের শীর্ষে থাকা দল জিতে নিবে শিরোপা।
আরও পড়ুন:
» রাজনীতিতে আসার প্রসঙ্গে যা বললেন তামিম
» ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার দিনক্ষণ জানালেন তামিম
এদিকে আসন্ন অনূর্ধ্ব-২৯ ফিফা বিশ্বকাপের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট। কেননা এই ফাইনাল রাউন্ড থেকেই বাছাই করে নেওয়া হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ কোয়ালিফায়ার দল। ৬ দলের মধ্যে শীর্ষে থাকা চারটি দল পাবে বিশ্বকাপে খেলার টিকেট। সেই পথে টানা দুই জয় নিয়ে এগিয়ে গেল আর্জেন্টিনা।
এদির ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোল করে দলকে লিড এনে দেন ক্লদিও এচেভেরি। এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে দ্বিতীয় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। গোল করার পাশাপাশি দ্বিতীয়ার্ধে সতীর্থের একটি গোল করতেও সহায়তা করেছেন এচেভেরি। এই নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি/এফএএস
