![Salahuddin to take on additional responsibilities in Champions Trophy](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Salahuddin-to-take-on-additional-responsibilities-in-Champions-Trophy-e1739024161149.jpg.webp)
গেল বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সালাউদ্দিন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে টাইগারদের সঙ্গে কাজ শুরু করেন তিনি। তবে সেই সফরে একটি বাড়তি দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন। ব্যাটিং কোচ ডেভিড হেম্পের অনুপস্থিতিতে পুরো সফরে টাইগারদের ব্যাটিংয়ের দেখভাল করেছিলেন তিনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দায়িত্বে দেখা যাবে দেশসেরা এই কোচকে।
জাতীয় দলে নতুন করে ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সৌম্য-তানজিদদের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন। বিসিবির একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করা ডেভিড হেম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তবে বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দায়িত্ব থেকে সরানো হয় তাকে।
আরও পড়ুন:
» টানা দ্বিতীয় জয়ে ব্রাজিলের চোখ শিরোপায়, সামনে আর্জেন্টিনা
» রাজনীতিতে আসার প্রসঙ্গে যা বললেন তামিম
মূলত জাতীয় দলের হয়ে হেম্পের পারফর্মম্যান্সে সন্তুষ্ট হতে পারেনি বিসিবি। যে কারণে পুনরায় তাকে হাই পারফরম্যান্স ইউনিটে ফেরত পাঠানো হয়েছিল। বর্তমানে অস্ট্রেলিয়াতে ছুটি কাটাচ্ছেন হেম্প। তার সঙ্গে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির চুক্তি রয়েছে। তবে ছুটি কাটিয়ে কবে বাংলাদেশে ফিরবেন সেটি জানা যায়নি।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সেখানে সালাউদ্দিনসহ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অনুশীলন। এরপর ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে টাইগারদের।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)