Connect with us
ফুটবল

ভূমিকম্পের পর মাঠে নেমেই মেসিদের বড় জয়

Messi miami

প্রাকৃতিক দুর্যোগের আভাস দিয়ে নড়ে উঠেছিল উত্তর হন্ডুরাসের মাটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬.২৩ মিনিটে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এমন প্রতিকূল পরিস্থিতিতে হন্ডুরাসেই প্রাক্‌-মৌসুম ম্যাচ খেলতে যায় লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেখানে মাঠে নেমেই গোল বন্যা বসায় দলটি।

ভূমিকম্পের প্রায় দেড় ঘণ্টা পর মাঠে নামেন মেসিরা। তবে ম্যাচ বাতিলের কোনো পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ মাইল দক্ষিণ-পশ্চিমের চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয়েছে। সেখানে নাকি ভূমিকম্পের কোনো প্রভাব ছিল না।

তবে কম্পন অনুভব করতে না পারলেও মেসি-সুয়ারেজের মায়ামির চাপে পড়তে হয়েছে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে। দলটি মায়ামির কাছে হেরে গেছে ৫-০ গোলে। মেসি-সুয়ারেজ দুজনই একটি করে গোল করেছেন। মেসি গোলে সহায়তা করেছেন আরও দুটি।


আরও পড়ুন:

» বরিশাল যাচ্ছেন তামিমরা, সবাইকে আমন্ত্রণ দলের মালিকের

» ভারত-ইংল্যান্ড ওয়ানডে ম্যাচসহ আজকের খেলা (৯ ফেব্রুয়ারি ২৫)

» বিপিএলের প্রতিটি আসরের চ্যাম্পিয়ন-রানার্সআপ কারা


আগামী ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচের আগে অবশ্য আরও কয়েকটি ম্যাচ খেলবে তারা। ১৪ ফেব্রুয়ারি প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচে মেসিরা খেলবেন ওরল্যান্ডো সিটির বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল