Connect with us
অন্যান্য

ফুটবল দিয়ে উরুগুয়ের সঙ্গে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

Uruguayan Ambassador meet with Cheif Advisor of Bangladesh
প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের রাষ্ট্রদূতের সাক্ষাত। ছবি- সংগৃহীত

ফুটবল জগতে উরুগুয়ে একটি বড় নাম। সেই হিসেবেই দেশটির সম্পর্কে জানা। তবে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশটির সঙ্গে খুব বেশি যোগাযোগ নেই বাংলাদেশের। তবে এবার উভয় দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

আর এই দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করতে পারে ক্রীড়া, সে বিষয়টিও উল্লেখ করেন তিনি। মূলত উরুগুয়ের মতো বাংলাদেশও ফুটবল পাগল জাতি হওয়ায় দুই দেশের জনগনের মধ্যে সম্পর্ক স্থাপন সহজ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তাই উরুগুয়ের রাষ্ট্রদূত আলবার্তো এ. গুয়ানিকে তেমন আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রোববার অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করতে যান উরুগুয়ের রাষ্ট্রদূত। সেসময় উভয় রাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। এ সময় উরুগুয়ের রাষ্ট্রদূতকে একটি জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বই উপহার দেন প্রধান উপদেষ্টা।


আরও পড়ুন:

» নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আজকের খেলা (১০ ফেব্রুয়ারি ২৫)

» ইতালি প্রবাসীকে প্রাথমিক স্কোয়াডে রাখার কারণ জানালেন কোচ


যেখানে ড. ইউনুস উল্লেখ করেন, উভয় জাতিই ক্রীড়াপ্রেমী। বিশেষ করে ফুটবলের প্রতি। আমরা এই ক্ষেত্রেও সংযোগ গড়ে তুলতে পারি। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো যাক। সেতুবন্ধন তৈরি হলে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হবে।

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য