![Liverpool lost against weak Plymouth](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Liverpool-lost-against-weak-Plymouth-e1739209083174.jpg.webp)
কেবল এফএ কাপ নয়, রীতিমতো ফুটবল দুনিয়ায় এই মৌসুমের সবচেয়ে বড় অঘটনটাই ঘটল লিভারপুলের সঙ্গে। প্লাইমাউথ আর্গাইলের মতো দলের সঙ্গে পরাজিত হবে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমানে শীর্ষে থাকা দল, তা হয়তো ভাবতে পারেনি কেউ। অতিরিক্ত আত্মবিশ্বাসে ১০ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল লিভারপুল। তবে শেষ পর্যন্ত হারতে হল দ্বিতীয় সারির এক পুচকে দলের কাছে।
ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের লিগ ‘চ্যাম্পিয়নশিপ‘ এর তলানিতে আছে প্লাইমাউথ। অপরদিকে ইংলিশ লিগের অন্যতম সেরা দল লিভারপুল। সেখানে গতকাল এফএ কাপের ম্যাচে ১-০ গোলে পরাজিত হলো অলরেডরা। এই পরাজয়ে এবারের মৌসুমে লিভারপুলের ঐতিহাসিক চার শিরোপা বা ‘কোয়াড্রুপল’ জয়ের স্বপ্ন ভঙ্গ হলো।
এদিন লিভারপুলের দলে ছিলেন না মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক ও কোডি গাকপোরার মতো ফুটবলাররা। অবশ্য তাদের পরিবর্তে লুইস দিয়াজ, দিয়োগো জোতা ও ফেদেরিকো কিয়েসারা প্লাইমাউথকে ধ্বসিয়ে দিতে সক্ষম। তবে প্লাইমাউথের গোলরক্ষক কনর হ্যাজার্ড যেন এদিন চীনের মহাপ্রাচীরের হয়ে দাঁড়ালেন লিভারপুলের আক্রমণের সামনে।
আরও পড়ুন:
» ফুটবল দিয়ে উরুগুয়ের সঙ্গে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ
» ‘জীবনে এতো মানুষ দেখিনি’, বরিশালের ভক্তদের যে বার্তা দিলেন
গোলশূন্য প্রথমার্ধ শেষে ম্যাচের ৫৩ মিনিটে ভাঙে ডেডলক। পেনাল্টি থেকে গোল করে প্লাইমাউথকে এগিয়ে নেন রায়ান হার্ডি। ঘরের মাঠে যেন বাধ ভাঙা উল্লাসে মাতে দলটির সমর্থকরা। তবে এরপর ঘুরে দাঁড়াতে একের পর এক আক্রমণ তৈরি করে লিভারপুল। তবে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে শেষ পর্যন্ত আর সক্ষম হয়নি তারা।
এতে ফুটবলে বড় এক অঘটন দেখল বিশ্ব। শেষবার কবে এতো বড় লজ্জা নিয়ে মাঠ ছেড়েছিল হয়তো মনে নেই লিভারপুলের। তাই তো ম্যাচ শেষে মাটিতে বসে পড়েন ফুটবলাররা। প্লাইমাউথের মতো দলের কাছে হেরেই কিনা অবশেষে এফএ কাপ থেকে বিদায় ঘন্টা বাজল ইংলিশ জায়ান্টদের।
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)