![Barcelona won with a big margin](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Barcelona-won-with-a-big-margin-e1739209148554.jpg.webp)
কিছুদিন আগেই লা লিগার পয়েন্ট তালিকায় চোখ রাখলে রিয়াল মাদ্রিদের ধারে কাছে কাউকে দেখা যাচ্ছিল না। বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিল প্রায় দশ। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কাতালানরা। একের পর এক জয় তুলে নিয়ে শিরোপার আশায় তারা।
এদিকে গেল দুই ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে করেছে ড্র। এর আগের ম্যাচ আবার হেরেছিল এস্পানিয়লের কাছে। আর এই সুযোগ ভালো ভাবে কাজে লাগিয়েছে বার্সা। নিজেদের শেষ তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়ে আলো মাত্র ২ পয়েন্টে।
গতকাল রোববার রাতে সেভিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে বার্সেলোনা। লা লিগার ম্যাচে যেখানে প্রতিপক্ষকে ৪-১ গোলে পরাজিত করেছে হান্সি ফ্লিকের দল। এদিন বার্সেলোনার হয়ে গোল করেন শুরুতে রবার্ট লেভান্ডফস্কি, ফের্মিন লোপেজ, রাফিনিয়া ও এরিক গার্সিয়া। আর সেভিয়ার হয়ে এক গোল শোধ দেন ভার্গাস।
আরও পড়ুন:
» লিভারপুলের বড় অঘটন, হারল অখ্যাত প্লাইমাউথের কাছে
» ফুটবল দিয়ে উরুগুয়ের সঙ্গে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ
এদিন ম্যাচের সপ্তম মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন লামিনে ইয়ামাল। বক্সের ভেতর থেকে তার দেয়া একটি আড়াআড়ি শট দারুণভাবে রুখে দেন প্রতিপক্ষের গোরক্ষক। তবে সেই মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে নেন লেভান্ডফস্কি। বক্সের মধ্যে সতীর্থের হেড থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জড়ান জালে।
অবশ্য পরের মিনিটেই ভার্গাসের কল্যাণে গোল শোধ করে সেভিয়া। এরপর দ্বিতীয় আর্ধের প্রথম মিনিটে মাঠে নেমেই বার্সাকে লিড এনে দেন ফের্মিন লোপেজ। অবশ্য প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে ম্যাচের ৬২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এর আগে এক গোল করেন রাফিনহা। আর ৮৯তম মিনিটে সেভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন গার্সিয়া।
লা লিগায় এখন পর্যন্ত খেলা ২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেটিকো মাদ্রিদ। আর ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে আর এক ম্যাচ হারলেই নিজেদের অবস্থান হারাতে পারে তারা। শীর্ষে ওঠার সম্ভাবনা বাড়িয়েছে বার্সেলোনা।
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)