![Mathew Breetzke creat world record in debut match](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Mathew-Breetzke-creat-world-record-in-debut-match-e1739209516896.jpg.webp)
পাকিস্তানের লাহোরে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে ম্যাথু ব্রিটজকের। আর নিজের অভিষেক ম্যাচেই গড়লেন সর্বোচ্চ রানের দারুন এক বিশ্ব রেকর্ড।
ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচে খেলার সুযোগ পেয়ে নিজেই বনে গেলেন গেম চেঞ্জার বনে যান ম্যাথু ব্রিটজক। অভিষেক ম্যাচেই হাকিয়েছেন অসাধারণ সেঞ্চুরি। কেবল তাই নয় ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ম্যাচে সর্বোচ্চ ১৫০ রান সংগ্রহের অনন্য নজির গড়েছে তিনি।
এর আগে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন ১৮ ক্রিকেটার। তাদের মধ্যে ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে সর্বোচ্চ ১৪৮ রান করেছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডেসমন্ড হেইন্স। এবার ৪৬ বছরের সেই রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড লিখলেন ব্রিটজক।
আরও পড়ুন:
» লিটনের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ
» জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে হামজার সাথে নতুন চমক
অবশ্য এই সিরিজে খেলারই কথা ছিল না এই প্রোটিয়া ক্রিকেটারের। কিন্তু দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০–এর ব্যস্ততার কারণে দলের সব ক্রিকেটারকে আজকের ম্যাচে পাওয়া যেত না। এই ভাবনায় শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে ব্রিটজককে যুক্ত করা হয়েছিল।
এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিং করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। খেলেন ১৪৮ বলে ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। হাকিয়েছেন ১১ চার ও ৫ ছক্কা। মিডল অর্ডারে উইয়ান মুলডার খেলেন ৬৪ রানের ইনিংস। আর এই সুবাদে ৩০৪ রানের বিশাল সংগ্রহ পায় প্রোটিয়ারা। অবশ্য বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি তারা।
কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের ব্যাটে ভর করে ৬ উইকেট ও ১০ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এদিন মাত্র ৩ রানের জন্য নিজের সেঞ্চুরি বঞ্চিত হন কনওয়ে। আর ১৩৩ রান করে দলকে জিতিয়েই এই মাঠ ছাড়েন উইলিয়ামসন। এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করেছিল কিউইরা।
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)