Connect with us
ক্রিকেট

সৌম্যকে ঘিরে ফের দুঃসংবাদ

Soummya Sarker
সৌম্য সরকার। ছবি- বিসিবি

চোট কাটিয়ে কয়েকদিন আগেই মাঠে ফিরেছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। চোটের কারণে এবারের বিপিএলের বেশিরভাগ ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন করে চোটে পড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলায় আজ (সোমবার) তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। আর সেখানেই ব্যাটিং অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন সৌম্য সরকার।

আজ মিরপুরে অনুশীলনের শুরু থেকেই ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন সৌম্য। সেন্ট্রাল উইকেটের পাশে উন্মুক্ত নেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বাউন্সার সামলাতে গিয়ে ডান হাতের আঙুলে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে ব্যাট ছুড়ে মাটিতে মাটিতে বসে পড়েন তিনি। এরপর বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম মাঠেই প্রাথমিক চিকিৎসা দেন সৌম্যকে। এরপর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান এই ব্যাটার।


আরও পড়ুন:

» পাকিস্তানে অভিষেক ম্যাচেই ব্রিটজকের বিশ্ব রেকর্ড

» চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আদর্শ প্রস্তুতি হয়নি, তবুও আশাবাদী সিমন্স


তবে সৌম্যর চোট খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন বায়েজিদুল ইসলাম। তবে এর আগে এই ডান হাতের আঙুলে চোট পেয়েই চার সপ্তাহের মতো মাঠের বাইরে কাটিয়েছেন সৌম্য। তাই নতুন করে পাওয়া আঙুলের এই চোট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান সৌম্য। যে কারণে সদ্য সমাপ্ত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তিনি। রংপুরের মোট ১৩ ম্যাচের মধ্যে মোটে ৪ ম্যাচ খেলতে পেরেছেন এই ওপেনার।

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট