Connect with us
ফুটবল

বাফুফের রাডারে ইউরোপের লিগে খেলা ৩ প্রবাসী নারী ফুটবলার

Johura Akter-Shaila Ahmed-Anika Siddiqi
জহুরা আক্তার-শায়লা আহমেদ-আনিকা সিদ্দিকী। ছবি- সংগৃহীত

বাংলাদেশ পুরুষ ফুটবলের শক্তিমত্তা বাড়াতে প্রবাসী ফুটবলারদের খোঁজে নেমেছে বাফুফে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন হামজা চৌধুরি। তাছাড়া আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাফুফের রাডারে আছেন। পুরুষদের পাশাপাশি প্রবাসী নারী ফুটবলারেরও খোঁজে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বর্তমানে বাফুফের রাডারে আছেন ইউরোপের লিগে খেলা ৩ প্রবাসী নারী ফুটবলার। এরা হলেন সুইডিশ প্রবাসী আনিকা সিদ্দিকী এবং যুক্তরাজ্য প্রবাসী শায়লা আহমেদ ও জহুরা আক্তার।

এর মধ্যে আনিকাকে সরাসরি ক্যাম্প যোগ দেয়ার প্রস্তাব দিয়েছে বাফুফে। এর আগে ২০২৩ সালে এশিয়ান গেমসের বাছাই খেলতে বাংলাদেশে এসেছিলেন তিনি। সুইডিশ কাপে শীর্ষ-স্তরের ক্লাব আইএফ ব্রোমাপোজকর্ণের সিনিয়র দলের হয়ে খেলেছেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। আগামী মে মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য শুরু হওয়া ক্যাম্পে দেখা যেতে পারে তাকে।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন যারা

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেসব ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত

এছাড়া শায়লা ও জহুরা আগামী জুন-জুলাইয়ের দিকে ট্রায়াল দিতে বাংলাদেশে আসতে পারেন। ট্রায়াল দেওয়ার পর তাদেরকে দলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে

জহুরা আক্তার গত সিজনে ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব এফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টারের হয়ে খেলেছেন। তিনি সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলে থাকেন। অন্যদিকে শায়লা বর্তমানে ইংল্যান্ডের চতুর্থ স্তরের সিনিয়র দল নর্থাম্পটন টাউন অনূর্ধ্ব-১৬ দলে খেলছেন। তিনি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন।

এদিকে বাংলাদেশের নারী ফুটবলে গত কয়েকদিন ধরে চলছে কোচ-ফুটবলার দ্বন্দ্ব। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন ১৮ নারী ফুটবলার। বাফুফের অনুরোধের পরও ইংলিশ কোচের অধীনে অনুশীলন করছেন না তারা। তবে বিদ্রোহ করা ফুটবলারদের বাদ দিয়েই ৩৫ জন ফুটবলারকে চুক্তির আওতায় আনার জন্য প্রাথমিক তালিক করেছে বাফুফে। এর মধ্যে যারা শুরুতে ক্যাম্পে ছিলেন এবং অনুশীলন করেছেন, তাদের চুক্তি আগে সম্পন্ন হবে।

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল