Connect with us
আজকের খেলা

রিয়াল-সিটির ম্যাচসহ আজকের খেলা (১১ ফেব্রুয়ারি ২৫)

man city vs real madrid todays match
ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ (১১ ফেব্রুয়ারি) মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। এছাড়া পৃথক ম্যাচে মাঠে নামবে জুভোন্টাস ও পিএসজি। ক্রিকেটে রয়েছে লিজেন্ড ৯০ লিগ।

এক নজরে টেলিভিশনের পর্দায় আজকের খেলা 

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ব্রেস্ত বনাম পিএসজি
রাত ১১টা ৪৫,
ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
রাত ২টা,
ম্যাচ দুটি সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন-২।


আরও পড়ুন

» বাফুফের রাডারে ইউরোপের লিগে খেলা ৩ প্রবাসী নারী ফুটবলার

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন যারা


জুভোন্টাস বনাম পিএসভি
রাত ২টা,
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন ১
স্পোর্তিং লিসবন বনাম বরুসিয়া ডর্টমুন্ড
রাত ২টা,
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন-৫।

ক্রিকেট

লিজেন্ড ৯০ লিগ
দুবাই জায়ান্টস বনাম পাঞ্জাব শের
বিকেল সাড়ে ৪টা,

দিল্লি রয়্যালস বনাম গুজরাট স্যাম্প আর্মি
সন্ধ্যা সাড়ে ৭টা,
ম্যাচ দুটি সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন-১।

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in আজকের খেলা