![brazil win](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Crifo-brazil-win-e1739293496839.jpg.webp)
অনূর্ধ্ব ২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের তিন ম্যাচ খেলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই আসন্ন অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের টিকিট চূড়ান্ত করেছে পেলে-নেইমারদের উত্তরসূরীরা।
ভেনিজুয়েলায় চলমান টুর্নামেন্টে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে এই সুখবর দিয়েছে জুনিয়র সেলেকাওরা। এই জয়ে তিন ম্যাচে ৯ পয়ৈন্ট এবং গোল ব্যবধানে শীর্ষে থাকায় বাকি ম্যাচগুলো হারলেও বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে প্রাদো-রায়ানদের।
ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচ উরুগুয়েকে হারিয়ে যাত্রা শুরু করেছিল পেদ্রোরা। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলের কষ্টার্জিত জয়, আর তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো ব্রাজিলের যুবারা।
আরও পড়ুন:
» ঘাম ঝরানো জয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো আর্জেন্টিনা
» বড় সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল
মঙ্গলবার ভোরের ম্যাচে ১৫ মিনিটে গোলের যাত্রা করেন প্রাদো। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। তবে আট মিনিটের মাথায় একটি গোল শোধ করেন এগুয়েও। ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের সময় তৃতীয় গোলটি করে ব্রাজিলকে বড় জয় উপহার দেন সানতানা।
তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল। ফাইনাল রাউন্ডের পয়েন্ট তালিকার দুইয়ে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
দশ জাতির এই টুর্নামেন্টে প্রথমে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছিল লাতিন আমেরিকার দলগুলো। যেখান থেকে উভয় গ্রুপের সেরা তিনটি করে দল দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল রাউন্ডের খেলা। রাউড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে পাঁচটি করে ম্যাচ। শেষ পর্যন্ত এই গ্রুপের শীর্ষে থাকা দল জিতে নিবে শিরোপা।
তাছাড়া ফাইনাল রাউন্ড থেকেই বাছাই করে নেওয়া হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের দল। ৬ দলের মধ্যে শীর্ষে থাকা চারটি দল পাবে বিশ্বকাপে খেলার টিকেট। সেই পথ ধরে ব্রাজিল আর আর্জেন্টিনা নাম লেখালো আসরের অংশগ্রহণকারীর তালিকায়।
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৫/এজে
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)