![Shohely Akhter](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Shohely-Akhter-e1739293737809.jpg.webp)
দুর্নীতি ও ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আখতার। আগামী ৫ বছরের জন্য এই স্পিনারকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল সোহেলীর বিরুদ্ধে। মূলত বিশ্বকাপে বাংলাদেশ দলের এক সতীর্থকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের কোনো এক ক্রিকেটারকে মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান এবং অর্থের লোভ দেখান এই স্পিনার।
তবে সোহেলীর ফিক্সিংয়ের প্রস্তাবে পা না দিয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) দ্বারস্থ হন সেই ক্রিকেটার। তার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে আকসু এবং অভিযোগ প্রমাণিত হয়েছে। আকসুর কাছে নিজের দায় স্বীকার করেছেন সোহেলী।
আরও পড়ুন:
» জাতীয় দলে যুক্ত হলেন আরেকজন দেশি কোচ
» নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার ম্যাচে উইলিয়ামসনের রেকর্ড
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে– দুর্নীতি বিরোধী ইউনিটের ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৭ ধারা লঙ্ঘন করেছেন সোহেলি। এই ধারাগুলো ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত। এসব ধারা লঙ্ঘনের কারণে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলী। গতকাল (১০ ফেব্রুয়ারি) থেকে তার এই শাস্তি কার্যকর হয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২০১৩ সালে অভিষেক হয় সোহেলীর। তবে টাইগ্রেসদের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। সবশেষ ২০২২ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে দুটি টি-টোয়েন্টি ও ১৩টি ওয়ানডে খেলে ১১ উইকেট নিয়েছেন এই স্পিনার।
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)