Connect with us
ক্রিকেট

একাধিক তারকার পর এবার অধিনায়কও হারালো অস্ট্রেলিয়া

Mitchell Starc
মিচেল স্টার্ক। ছবি- ক্রিকইনফো

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে যেন বেশ বেকায়দায় পড়েছে মাইটি অস্ট্রেলিয়া। ধারাবাহিকভাবে একের পর এক তারকা ক্রিকেটার হারাচ্ছে তারা। জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স থাকছেন না সেটা নিশ্চিত হয়েছে আগেই। এরপর ইনজুরির কারণে ছিটকে গেছেন মিচেল মার্শও। আর টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরেক তারকা মার্কাস স্টয়নিস।

এত এত তারকা ক্রিকেটার হারিয়ে কিছুটা চাপেই ছিল অস্ট্রেলিয়া। এবার নতুন করে মরার উপর খাড়ার ঘা হয়ে এলো দলের অন্যতম তারকা পেসার মিচেল স্টার্কের অনুপস্থিতিতে। ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে নিজের নাম সরিয়ে নিয়েছেন অজি দলের এই অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে ঠিক কী কারনে হুট করে নিজের নাম সরিয়ে দিলেন তিনি, তা জানা যায়নি। ক্রিকেটারের গোপনীয়তা রক্ষার স্বার্থে বিষয়টি জানায়নি ক্রিকেট বোর্ডও। কামিন্স না থাকায় দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এসেছে পাঁচ পরিবর্তন। শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসং এবং তানভীর সঙ্ঘ পেয়েছেন ডাক।

আরও পড়ুন:

» ভারতের শিবিরে বড় ধাক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২ পরিবর্তন

» এগিয়ে থেকেও হারল ম্যানসিটি, রিয়ালের দুর্দান্ত কামব্যাক

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি স্টার্কের সিদ্ধান্তের বিষয়ে জানান, ‘আমরা মিচের (স্টার্কের) সিদ্ধান্ত বুঝতে পেরেছি এবং সেটাকে সম্মান জানাই। মিচ তার আন্তর্জাতিক ক্রিকেট এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার ব্যাপারে গভীর শ্রদ্ধাশীল। যন্ত্রণা ও প্রতিকূলতার মধ্যেও খেলা চালিয়ে যাওয়ার তার সক্ষমতা আগে থেকেই সুপরিচিত।’

তিনি আরও যোগ করেন, ‘পাশাপাশি ক্যারিয়ারের অন্যান্য সুযোগগুলো ত্যাগ করে নিজের দেশকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতাও প্রশংসার যোগ্য। তার (স্টার্ক) অনুপস্থিতি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে একটি বড় ধাক্কা, তবে এটি অন্য কারো জন্য টুর্নামেন্টে নিজের অবস্থান জানান দেয়ার একটি সুযোগও তৈরি করে।’ 

অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন, তানভীর সঙ্ঘ ও অ্যাডাম জাম্পা।

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট