Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তদের সম্ভাবনার কথা জানালেন পন্টিং

Ricky Ponting talk about Bangladesh team
বাংলাদেশ দল নিয়ে কথা বললেন রিকি পন্টিং। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে শুরু হবে এবারের এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনের পরের দিনই ভারতের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামবে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে কতদূর যেতে পারবে টাইগাররা, এমন ভাবনা দেশের ক্রিকেট ভক্তদের।

কেননা বর্তমান সময়ে ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো সময় কাটছে না শান্ত বাহিনীর। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে টাইগাররা। এবার আসন্ন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

আইসিসির এক পডকাস্টে তিনি বলেন, ‘আমার ধারণা তাদের (বাংলাদেশ) সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’ 

আরও পড়ুন:

» একাধিক তারকার পর এবার অধিনায়কও হারালো অস্ট্রেলিয়া

» ভারতের শিবিরে বড় ধাক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২ পরিবর্তন

সাকিব আল হাসানের মতো ক্রিকেটার না থাকা দলের জন্য বেশ হতাশার। তামিম ইকবালও অবসরে চলে গেছেন। এই ক্রিকেটারদের শূন্যতা বাংলাদেশ সহজে পূরণ করতে পারবে না বলে মনে করেন রিকি পন্টিং।

তিনি উল্লেখ করেন এই টুর্নামেন্টে বাংলাদেশ চেয়ে ভালো করতে পারে আফগানিস্তান, ‘তাদের এই শূন্যস্থান (সাকিব-তামিমদের) পূরণ করা খুব কঠিন হবে। তাদের হাই কোয়ালিটি, অভিজ্ঞ খেলোয়াড় আছে। বড় টুর্নামেন্টে তাদের ওপর দল অনেক নির্ভরশীল। তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার তো মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে।’ 

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট