Connect with us
ক্রিকেট

২১ বছরেই অবসরে বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তারকা

Prantik Nawrose Nabil
প্রান্তিক নওরোজ নাবিল। ছবি- সংগৃহীত

মাত্র ২১ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন এই ব্যাটার।

২০২০ সালে যুবাদের হাত ধরে প্রথম প্রথমবারের মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বাধীন সেই দলের সদস্য ছিলেন নাবিল। তবে যুবদলের হয়ে স্মরণীয় অর্জনের পর জাতীয় দলের জার্সিতে খেলার সৌভাগ্য হলো না তার। মাত্র ২১ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টানলেন এই ব্যাটার।

মূলত শারীরিক ফিটনেস ঘাটতির কারণেই অল্প বয়সেই অবসরে যেতে হচ্ছে নাবিলকে। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। যার ফলে তার শারীরিক ফিটনেস নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এভাবে খেলা চালিয়ে যাওয়া তার পক্ষে অনেক কঠিন হয়ে পড়ে। এজন্য অনেকদিন ধরেই ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ভাবছিলেন তিনি।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে জাতীয় দলের ফটোসেশন

» বাংলাদেশকে কাঁদানো সেই আফগান ছিটকে গেলেন দল থেকে

তবে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন নাবিল। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। অবসরের পর পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করবেন এই তরুণ।

২০২০ সালের যুব বিশ্বকাপের পর ২০২২ সালের যুব বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন নাবিল। যদিও সেখানে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের হয়ে এবং ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খুলনার হয়ে খেলেছিলেন তিনি। এরপর ২০২৪ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে মোহামেডানের জার্সিতে প্রতিনিধিত্ব করেন।

নাবিল তার ছোট ক্যারিয়ারে প্রথম শ্রেণির ৭টি ম্যাচ খেলে ৩০৫ রান করেছেন। যেখানে তার দুটি ফিফটি রয়েছে। এছাড়া লিস্ট ‘এ’ শ্রেণির ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন, যেখানে পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে ৫ টি।

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট