![Mitchell Starc_ Jasprit Bumrah](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Mitchell-Starc_-Jasprit-Bumrah.jpg.webp)
এক সপ্তাহ পর মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ইতোমধ্যে সবগুলো দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ইনজুরির মিছিলে যোগ দিয়েছেন বিভিন্ন দলের তারকারা। যার ফলে বেশ কয়েকটি দলের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তানের দলে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ পরিবর্তন আনা হয়েছে অস্ট্রেলিয়া দলে। এছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকা দলে ২টি করে এবং ইংল্যান্ড ও আফগানিস্তান দলে একটি করে পরিবর্তন আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে আগেই ছিটকে গেছেন মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস। এরপর পেসার জস হ্যাজেলউড এবং অধিনায়ক প্যাট কামিন্সও ছিটকে গেছেন। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন এই তারকা পেসার। তাদের পরিবর্তে নতুন করে যুক্ত হয়েছেন শন অ্যাবট, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, বেন ডোয়ারসুইজ, স্পেন্সার জনসন এবং তানভির সাংহা। আর প্যাট কামিন্সের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভ স্মিথ।
আরও পড়ুন:
» গণমাধ্যমের কাছে যে অনুরোধ সাব্বিরের
» ২১ বছরেই অবসরে বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তারকা
ভারতের দুই ক্রিকেটার বাদ পড়লেও ক্ষতির পরিমাণটা অনেক বড়। কেননা এই তালিকায় রয়েছেন দলটির বোলিংয়ের অন্যতম প্রধান ভরসা জাসপ্রিত বুমরাহ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন হারশিত রানা। এছাড়া ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা ওপেনার যশস্বী জয়সওয়াল। তার পরিবর্তে ডাক পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী।
দক্ষিণ আফ্রিকা দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার আনরিখ নর্কিয়া। তবে তার পরিবর্তে ডাক পাওয়া জেরাল্ড কোয়েটজিও ইনজুরির কারণে ছিটকে গেছেন। এই দুই তারকা পেসারের পরিবর্তে সুযোগ পেয়েছেন সদ্য সমাপ্ত এসএ টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করা করবিন বশ।
ইংল্যান্ড দলে এক পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে ছিটকে পড়া জ্যাকব ব্যাথেলের জায়গায় ডাক পেয়েছেন টম বেন্টন। এছাড়া আফগানিস্তান দল থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন বিস্ময় স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। তার জায়গায় সুযোগ পেয়েছেন নানগায়াল খারোতি।
এছাড়া পাকিস্তানের হারিস রউফ এবং নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্রও ইনজুরি আক্রান্ত। তবে তাদের নিয়ে খুব বেশি শঙ্কা নেই।
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)