
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর এক সপ্তাহেরও কম সময়। শেষ দিকের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত অংশ নেয়া দলগুলো। এদিকে দেশের মাটিতে এরই মধ্যে শেষ হয়েছে বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলটির আনুষ্ঠানিক অনুশীলন সেশন। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাতে বাংলাদেশ ছাড়বে টাইগার ক্রিকেটাররা।
আজ বৃহস্পতিবার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রাত ১টায় রওনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ক্রিকেটাররা। তার আগে গতকাল কোচিং স্টাফ ও বোর্ড কর্তাদের সাথে আনুষ্ঠানিক ফটোসেশন করেছিল দলে থাকা ক্রিকেটাররা।
অনুশীলন শেষে গতকাল সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’
আরও পড়ুন:
» অধিনায়ক হতে রাজি হলেন না কোহলি, বেঙ্গালুরুর নতুন নেতৃত্ব ঘোষণা
» কাল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, জয়ী দল এগিয়ে যাবে শিরোপার দিকে
একইসঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৭ তারিখ পাকিস্তান শাহীনসের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এরপর আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে উদ্বোধনের পরের দিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। যেখানে শান্তদের গ্রুপে ভারত ছাড়াও থাকছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/এফএএস
