Connect with us
ফুটবল

কাল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, জয়ী দল এগিয়ে যাবে শিরোপার দিকে

Bra vs Arg
আবারও ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা

আবারও মুখোমুখি ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বব্যাপী ভক্তরা মুখিয়ে থাকেন এই দ্বৈরথ দেখার জন্য। আগামীকাল শুক্রবার সকাল সাতটায় মাঠে নামবে সেলেকাও ও আলবাসিলেস্তারা। তবে জাতীয় দল না, অনূর্ধ্ব ২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের চতুর্থ ম্যাচ খেলবে দুদল।

এর আগে গ্রুপপর্বে দারুণ ভাবে খেলেছে মেসি ও নেইমারদের উত্তরসূরীরা। এমনকি ছয় দলের ফাইনাল রাউন্ডের প্রথম তিন ম্যাচের তিনটাতেই জয় পেয়েছে দুই দল। পয়েন্ট টেবিলের প্রথমে রয়েছে ব্রাজিল এবং দুইয়ে আর্জেন্টিনা। দুদলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে হলুদ জার্সিধারীরা।

Argentina u 20

আসরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনার কিশোররা। ছবি- কনমেবল

ভেনিজুয়েলায় চলমান দশ জাতির এই টুর্নামেন্টে প্রথমে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছিল লাতিন আমেরিকার দলগুলো। যেখান থেকে উভয় গ্রুপের সেরা তিনটি করে দল দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল রাউন্ডের খেলা। রাউড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে পাঁচটি করে ম্যাচ। শেষ পর্যন্ত এই গ্রুপের শীর্ষে থাকা দল জিতে নিবে শিরোপা।


আরও পড়ুন:

» উড়ন্ত ব্রাজিলের দুর্দান্ত জয়, বিশ্বকাপের টিকিট চূড়ান্ত

» ঘাম ঝরানো জয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো আর্জেন্টিনা

» সেমিফাইনালে কেমন প্রতিপক্ষ পেল রিয়াল-বার্সেলোনা


তাছাড়া ফাইনাল রাউন্ড থেকেই বাছাই করে নেওয়া হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের দল। ৬ দলের মধ্যে শীর্ষে থাকা চারটি দল পাবে বিশ্বকাপে খেলার টিকেট। সেই পথ ধরে ব্রাজিল আর আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা চূড়ান্ত করেছে। এবার শিরোপা জয়ের অপেক্ষা।

ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচ চিলির বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল আলবিসিলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলকে পরাজিত করার পর তৃতীয় ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের জায়গা পাকাপোক্ত করে আর্জেন্টিনার যুবারা।

Brazil u 20

বরবারের মতো এবারও হট ফেভারিটদের মতো খেলছে ব্রাজিল। ছবি- কনমেবল

অন্যদিকে ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচ উরুগুয়েকে হারিয়ে যাত্রা শুরু করেছিল পেদ্রোরা। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলের কষ্টার্জিত জয়, আর তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট চূড়ান্ত করে জুনিয়র সেলেকাওরা।টুর্নামেন্টে বাকি চার দলের মধ্যে কলম্বিয়া ও প্যারাগুয়ে একটি করে ম্যাচ জিতেছে এবং উরুগুয়ে ও চিলি কোনো ম্যাচই জিততে পারেনি।

এই রাউন্ডের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিরুদ্ধে, আর আর্জেন্টিনার ম্যাচ রয়েছে প্যরাগুয়ের সাথে। ওই ম্যাচ দুটি মাঠে গড়াবে আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি)। অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে। ২৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে ওই আসর।

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল