Connect with us
ফুটবল

অ্যালকোহল নিয়ে কোন ছাড় নয়, বিশ্বকাপ ইস্যুতে সৌদির বার্তা

Fifa Football World Cup in Saudi Arabia
সৌদি আরবে ফুটবল। ছবি- সংগৃহীত

কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের গেল আসর সহজে ভুলতে পারবেন না ক্রীড়াপ্রেমীরা। অনেকের মতে ফিফা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা আসর ছিল সেটিই। কাতারের পর ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে এশিয়ার আরও একটি দেশ সৌদি আরব। এরই মধ্যে বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজেদের অবকাঠামোগত প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

তবে সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন ইস্যুতে অনেকের মনের রয়েছে নানা প্রশ্ন। মুসলিম দেশ ও নিজেদের আলাদা সাংস্কৃতিক আবহ থাকায় সেখানে বৈশ্বিক ক্রীড়া প্রেমীরা স্বাধীনভাবে বিশ্বকাপ উপভোগ করতে পারবে কিনা তা নিয়ে অনেকের মাঝে ছিল সংশয়। এবার এমন একাধিক ইস্যুতে এলবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার

মুসলিম দেশটিতে ২০৩৪ বিশ্বকাপের গোটা আসরজুড়ে মদ্যপান ও অ্যালকোহল থাকবে নিষিদ্ধ। শুধু মাঠেই নয়, ফ্যান জোন কিংবা হোটেলেও মদ্যপান করার কোন সুযোগ থাকবে না। এই বিষয়ে খালিদ বিন বান্দার বলেন, ‘এই মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবে মজা করা যায়। এটা শতভাগ জরুরি নয়, তবে পান করতে চাইলে সেটা সৌদি আরব ছাড়ার পর।’


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাতে দেশ ছাড়বেন শান্তরা

» অধিনায়ক হতে রাজি হলেন না কোহলি, বেঙ্গালুরুর নতুন নেতৃত্ব ঘোষণা


সৌদির সংস্কৃতিকে সম্মান জানানোর কথা বলেন তিনি, ‘আমরা নিজস্ব সাংস্কৃতিক গন্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারও জন্য নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না। তিনি আরও বলেন, বিশ্বকাপ দেখতে যারা সৌদি আরবে যাবেন, তাদের উচিত আমাদের সংস্কৃতিকে সম্মান করা। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না।’

এর আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বকাপে স্টেডিয়াম গুলোতে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হলেও পাওয়া যেত হোটেল ও নির্দিষ্ট ফ্যান জোনে। দর্শকদের জন্য যা ছিল নিষেধাজ্ঞার আওতামুক্ত। সৌদি বিশ্বকাপে অবশ্য সেই সুবিধা মিলছে না বলেই ধরা যায়।

এদিকে মদ্যপান ইস্যুতে কঠোর বার্তা দিলেও সমকামী ইস্যুতে নমনীয় অবস্থানে সৌদি আরব। মানবাধিকার ও সমকামিতা ইস্যুতে দেন প্রিন্স খালিদ বলেন, ‘সৌদিতে আমরা সবাইকে বরণ করে নেব। এটা সৌদির নিজস্ব কোন আসর নয়, এটা বৈশ্বিক আসর। যারা আসতে চান তাদেরকে বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে বরণ করে নেয়া হবে।’

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল