![Pakistani players got bad news after did wrong approach in South Africa match](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Pakistani-players-got-bad-news-after-did-wrong-approach-in-South-Africa-match-e1739458460734.jpg.webp)
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। যেখানে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড গড়ে পরাজিত করে স্বাগতিকরা। তবে গোটা ম্যাচে বেশ আগ্রাসী অ্যাপ্রোচ দেখিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। প্রতিপক্ষ খেলোয়াড়দের স্লেজিং করার পাশাপাশি তাদের দিকে তেড়েও যেতেও দেখা গেছে।
এসব ঘটনায় আইসিসির পক্ষ থেকে শাস্তির মুখে পড়ছেন ৩ পাকিস্তানি ক্রিকেটার। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করার দায়ে দুঃসংবাদ পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম। বিভিন্ন মাত্রায় জরিমানা করা হয়েছে তাদের। সাথে দেয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। বৃহস্পতিবার এক বিবৃতিতে শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গতকাল ম্যাচের ২৮তম ওভারে সিঙ্গেল নেওয়ার জন্য প্রোটিয়া ব্যাটার ম্যাথু ব্রিটজকে দৌড়ালে তার সঙ্গে ধাক্কা লাগে পাক পেসার শাহীন আফ্রিদির। তবে তিনি অনেকটা ইচ্ছাকৃত ভাবে এমন কাজ করেছেন বলে মনে হয়েছে প্রতিপক্ষ ব্যাটারের। এতে দুজনের মধ্যে তৈরি হয় বাকবিতন্ডা। পরের ওভারেই টেম্বা বাভুমাকে রানআউট করার পর তার দিকে ছুটে গিয়ে বুনো উল্লাস করেন শাকিল ও বদলি ফিল্ডার কামরান।
আরও পড়ুন:
» অ্যালকোহল নিয়ে কোন ছাড় নয়, বিশ্বকাপ ইস্যুতে সৌদির বার্তা
» চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাতে দেশ ছাড়বেন শান্তরা
এসকল ঘটনায় আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করায় শাহিন আফ্রিদিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন বলে ম্যাচ ফি’র ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে সৌদ শাকিল এবং কামরান গুলামকে। বিষয়টি তাদের বিবৃতিতে উল্লেখ করে আইসিসি।
গত ২৪ মাসে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এই তিন পাকিস্তানি ক্রিকেটার। এছাড়া আইসিসির দেয়া শাস্তি শাহিন-কামরান-শাকিল মেনে নেওয়ায় আর কোন শুনানির প্রয়োজন পড়ছে না। এদিকে শাস্তি পাওয়া এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৫৩ রানের বিশাল লক্ষ্য রেকর্ড জুটিতে টপকে গেছে পাকিস্তান।
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)