![Khaled Masud Pilot does not see Bangladesh's chances in Champions Trophy](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Khaled-Masud-Pilot-does-not-see-Bangladeshs-chances-in-Champions-Trophy-e1739458487303.jpg.webp)
শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গ্রুপ পর্বে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে শান্তদের। বর্তমান ফর্ম বিবেচনায় এই গ্রুপে থেকে সেমিফাইনালে যাওয়া মোটেও সহজ হবে না। তাই গ্রুপ পর্বেই টাইগারদের বিদায় দেখছেন অনেকে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। শান্তদের চেয়ে আফগানিস্তানকে এগিয়ে রেখেছেন এই কিংবদন্তি। এবার সেই সুরে সুর মেলালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের কোনো সুযোগই দেখছেন না। আটটি দলের মধ্যে বাংলাদেশ নিচের দিকে থাকবে বলে মনে করেন তিনি। একইসঙ্গে আফগানিস্তানকেও নিচের দিকে দেখছেন এই সাবেক।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাইলট বলেন, ‘টুর্নামেন্টের আট দলের মধ্যে বাংলাদেশ এবং আফগানিস্তান থাকবে নিচের দিকে। বাকি ছয়টি দলই আমাদের চেয়ে অনেক ভালো। প্রক্রিয়া ঠিক থাকলে আপনি প্রতি সিরিজেই ভালো খেলবেন। তখন এক-দুই ম্যাচের হিসেব হবে না, প্রতি সিরিজেই ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।’
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
» অধিনায়ক হতে রাজি হলেন না কোহলি, বেঙ্গালুরুর নতুন নেতৃত্ব ঘোষণা
বাংলাদেশের স্কোয়াডে জাসপ্রিত বুমরাহর মতো একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়া ক্রিকেটারের ঘাটতি দেখছেন পাইলট। তবে বোলাররা যেহেতু ছন্দে আছেন, তাই ব্যাটারদের ভালো করার বিকল্প দেখছেন না এই সাবেক, ‘আমাদের দলে কিন্তু বুমরাহর মতো কোনো বোলার নেই। আমরা পারবো সবাই এক হয়ে খেলতে। সবাইকে আলাদা আলাদা করে অবদান রাখতে হবে। আগে টপ অর্ডার থেকে রান আসছিলো না। ৫০ ওভারের খেলায় টপ অর্ডার থেকে রান আসাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের বোলাররা কিন্তু দারুণ ছন্দে আছে।’
এর আগে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি আমরা।’ তবে এখন দেখার বিষয় প্রত্যাশার কতটা পূরণ করতে পারে টিম টাইগার্স।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। দুবাই পৌঁছে ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্তরা। এরপর ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বের অভিযান শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)