![Litton Kumar Das](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Litton-Kumar-Das-e1739458623871.jpg.webp)
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ ব্যাটার লিটন দাসের বাদ পড়া। মূলত দীর্ঘদিন অফফর্মে থাকায় দল থেকে ছিটকে গেছেন এই তারকা। যদিও তার বাদ পড়া নিয়ে দেশের ক্রিকেটে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এ নিয়ে কোনো ক্ষোভ নেই লিটনের। আসন্ন টুর্নামেন্টে টাইগারদের সবচেয়ে বড় সমর্থক হিসেবেই পাশে থাকবেন এই ডানহাতি ব্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। ১৫ জনের দলের সঙ্গে যেতে না পারলেও সতীর্থদের শুভকামনা জানাতে ভুল করেননি লিটন। পাশাপাশি দলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে ১৬তম খেলোয়াড়ের ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন এই তারকা।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) লিটন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য এই অসাধারণ দলকে জানাই শুভকামনা। আমি বিশ্বাস করি, এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে তারা। বিশ্ব দেখুক, কীভাবে খেলে টাইগাররা।’
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না পাইলট
» ক্রীড়াবিদদের আয়ের শীর্ষে রোনালদো, কোথায় আছেন মেসি?
তিনি আরও বলেন, ‘আমি দলে জায়গা পাইনি, কিন্তু সেটাই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক বানিয়েছে। প্রতিটি রান, উইকেট, এবং ক্যাচের জন্য আমি উদযাপন করবো। এক ভিন্ন ভূমিকায় ১৬তম খেলোয়াড় হিসেবে তোমাদের সঙ্গে আছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের জায়গায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। তবে এই বাঁহাতি ব্যাটারকে ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে টাইগারদের ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে টিম টাইগার্স।
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)