Connect with us
ক্রিকেট

বুমরাহ নেই, ভারত ম্যাচের আগে কী পরিকল্পনা শান্তদের?

Bangladesh vs India
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যদিও মাঠের পারফরম্যান্সে সবসময় এগিয়ে থাকে ভারত। ২০০৭ সালে পর কোনো আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে সফলতা পায়নি বাংলাদেশ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে ৭ উইকেট হেরেছিল টাইগাররা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পুনরায় মুখোমুখি হতে যাচ্ছে এই দুই প্রতিবেশী দেশ।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। বর্তমান ফর্ম বিবেচনায় মাঠের লড়াইয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকবে ভারত। তবে এই ম্যাচের আগে টাইগারদের জন্য স্বস্তির খবর বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার জসপ্রিত বুমরাহর না থাকা।

মূলত পিঠের চোটের কারণে ভারতের স্কোয়াড থেকে ছিটকে গেছেন বুমরাহ। তার অনুপস্থিতিতে বিপক্ষ দলগুলো নিশ্চিতভাবেই কিছুটা বাড়তি সুবিধা পাবে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররাও কিছুটা স্বস্তি পাবেন।

আরও পড়ুন:

» আইসিসি থেকে বড় সুখবর পেল পাকিস্তান

» চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহ-অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি

তবে এ নিয়ে আপাতত কিছু ভাবছেন না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষের নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাতে চান না তিনি। প্রতিপক্ষ বোলারদের কীভাবে সামলাতে হবে সেটা নিয়ে দলীয় পরিকল্পনাতেই মনোযোগী টাইগার শিবির।

শান্ত বলেন, ‘একটি দলের প্রত্যেকটা ক্রিকেটারই দলকে জেতানোর মতো সামর্থ্য রাখে। তবে প্রতিটি দলেই কেউ না কেউ ‘এক্স ফ্যাক্টর’ থাকে। বুমরাহ অনেক বড় মাপের বোলার। তবে আমরা কাউকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে চাই না। কোন বোলারকে কীভাবে সামলাবে, কোন ব্যাটসম্যানকে কীভাবে আটকাবে এটা নিয়ে আমাদের একটা দলীয় পরিকল্পনা থাকে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহীনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে টাইগারদের। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বের লড়াইয়ে নামবেন শান্তরা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স।

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট