Connect with us
ক্রিকেট

রং হারাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ছিটকে গেলেন আরও একজন

Ben sears is out of 2025 Champions Trophy
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন কিউই পেসার বেন সিয়ার্স। ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তবে শুরুর আগেই রং হারাতে শুরু করেছে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট। চোটের কারণে ইতোমধ্যে ছিটকে গেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন।

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স। প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত খেলা হচ্ছে না এই ২৭ বছর বয়সী ডানহাতি পেসারের।

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলেছিলেন সিয়ার্স। তবে ফাইনালকে সামনে রেখে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন এই তারকা। এই চোট থেকে সেরে উঠতে অন্তত ২ সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড। তাই এই পেসারকে ছাড়াই টুর্নামেন্টে অংশ নেবে কিউইরা।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

» ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, কে কত পাবে?


সিয়ার্সের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেয়েছেন জ্যাকব ডাফি। ৩০ বছর বয়সী এই পেসার চলমান ত্রিদেশীয় সিরিজেও খেলছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন এই ডানহাতি পেসার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। এরপর ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে মোকাবিলা করবে মিচেল স্যান্টনারের দল। ২ মার্চ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে দলটি।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন প্যাট কামিন্স, জাসপ্রিত বুমরাহ, জশ হ্যাজলউড, এনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েটজির মতো তারকা পেসাররা। এছাড়া অজি তারকা মিচেল স্টার্কও ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই শুরুর আগেই অনেকটা রং হারাতে শুরু করেছে এই টুর্নামেন্টটি।

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট