Connect with us
ফুটবল

স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ জিতল ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর সিটিজেদের উচ্ছ্বাস। ছবি- গুগল

চলতি মৌসুমে একের পর এক শিরোপা জিতে চলেছে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ জিতেও থামেনি গার্দিওলার শীর্ষরা। ইন্টার মিলানকে হারিয়ে এবার চ্যাম্পিয়নস লিগও জিতে নিল সিটিজেনরা।

শনিবার ইস্তানবুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে প্রেসিং ফুটবল খেলে ম্যানসিটির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল ইন্টার। তবে শেষ হাসিটা ম্যানসিটিই ধরে রেখেছে। রদ্রির করা দারুণ এক গোলে ইন্টারকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল ম্যানসিটি। বার্নার্ডো সিলভার করা শট বাঁ পোস্ট দিয়ে মাঠের বাইরে চলে যায়। পরের ২০ মিনিট খেলার নিয়ন্ত্রণ ছিল ইন্টারের পায়ে। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল সিটিজেনদের আক্রমণভাগ।

ইন্টারের অধিনায়ক ব্রোজোভিচ গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তার শট ক্রসবার হয়। ম্যানসিটির গোল কিপারের ভুলে বল পান বারেল্লা। তবে তার শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

কিছু সময় পরেই ম্যানসিটিও গোলের সুযোগ পেয়েছিল৷ তবে ইন্টারের গোলকিপার কোনো মতে তা প্রতিহত করেন।

বার বার গোলের সুযোগ হারানো ম্যানসিটি বড় ধাক্কা খায় ম্যাচের ৩০তম মিনিটে। চোট পেয়ে মাঠ ছাড়েন চলতি মৌসুমে ২৮ গোল করা ডি ব্রুইনা।

হাফটাইমের পর দুই দলই সুযোগ তৈরি করেছিল। কিন্তু কেউই গোলের দেখা পাচ্ছিল না। আচমকা গোলে লিড নেয় সিটিজেনরা। ম্যাচের ৬৮ মিনিটে আকেনজির পাস করা বল নিয়ে ডানপাশ দিয়ে গোল বারের দিকে এগিয়ে যান সিলভা। তার করা শট ডারমিয়ানের গায়ে লেগে প্রতিহত হলেও বল ডি বক্সের ভেতরেই ছিল। তখনই রদ্রি দৌড়ে এসে জোরাল শট নেয়। তার শটে বল ইন্টারের দুই ডিফেন্ডারের পাশ দিয়ে জালে জড়ায়।

এরপরে ইন্টার অনেক বার ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছিল। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় তা আর সম্বভ হয়নি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ম্যানইউর পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল অর্থাৎ এক মৌসুমে তিন শিরোপা জয়ের কৃতি গড়ল সিটিজেনরা।

আরও পড়ুন: মেসি তার সেরা সিদ্ধান্ত নিয়েছে : তেভেজ

ক্রিফোস্পোর্টস/১১জুন২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল