Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ?

Bangladesh_Champions Trophy
বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে টাইগাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে খেলবে দলটি।

তরুণ ও অভিজ্ঞদের মিশেলে তৈরি করা হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। যেখানে ২২ বছর বয়সী ক্রিকেটার থেকে শুরু করে ৩৯ বছর বয়সী ক্রিকেটারও আছেন। এবার দেখে নেওয়া যাক আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ?

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে টপ অর্ডারে আছেন অভিজ্ঞ সৌম্য সরকার এবং তাদের সঙ্গে রয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এদের মধ্যে ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে দেখা যাবে তানজিদকে। দুজনেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন। আর তিনে দেখা যেতে পারে শান্তকে। যদিও ব্যাট হাতে ছন্দে নেই এই তারকা। এছাড়া ব্যাকআপ ওপেনার হিসেবে দলে থাকা ইমনের সেরা একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম।


আরও পড়ুন:

» এবার পারিশ্রমিক ইস্যুতে অভিযোগ তুললেন মুনিম শাহরিয়ার

» দেড়শ করে গেইল-কোহলিদের পেছনে ফেললেন জিম্বাবুয়ের ব্যাটার


মিডল অর্ডারে রয়েছেন দুই অভিজ্ঞ সিনিয়র মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সঙ্গে আছেন তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ। কিন্তু সবশেষ বিপিএলে মিরাজ ছাড়া বাকিদের ব্যাট তেমন হাসেনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। তাই সবাইকেই দেখা যেতে পারে সেরা একাদশে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ব্যাটিং অর্ডার কেমন হবে সেটা এখনো পরিষ্কার নয়।

শেষের দিকে ব্যাটার হিসেবে রয়েছে জাকের আলী। তবে রিশাদ হোসেনের কারণে জায়গা হারাতে পারেন তিনি। মিডল অর্ডার থেকে কেউ বাদ পড়লেই সুযোগ হতে পারে এই মারকুটে ব্যাটারের।

দুই স্পিন অলরাউন্ডার মিরাজ ও রিশাদের সঙ্গে বোলিং বিভাগে থাকবেন তিন পেসার। টাইগারদের পেস বিভাগের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তাকে সঙ্গ দেবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে তরুণ সেনসেশন নাহিদ রানাকে। বল হাতে দারুণ সময় পার করছেন এই তরুণ গতি তারকা।

এছাড়া বোলিং বিভাগে আছেন স্পিনার নাসুম আহমেদ ও পেসার তানজিম হাসান সাকিব। টুর্নামেন্টের শুরুতে তাদের সেরা একাদশে সুযোগ পওয়ার সম্ভাবনা কম। তবে পরবর্তীতে অন্যান্য বোলারদের পারফরম্যান্স আশানুরূপ না হলে সুযোগ মিলতে পারে তাদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা একাদশ : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যামিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট