Connect with us
ক্রিকেট

জানা গেল উইকেটের ধরন, মিলছে না ভারতের পরিকল্পনা!

India team practice session
ভারতের প্র্যাকটিস সেশন। ছবি- বিসিসিআই

দুবাইয়ের উইকেট কিছুটা স্লো হয়ে থাকে, সেই বিবেচনায় হয়তো ৫ স্পিনার নিয়ে দল গঠন করেছে ভারত। কেননা এবারের চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানি অনুষ্ঠিত হলেও ভারতের ম্যাচগুলো সব হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষেই প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।

এবার জানা গেল চ্যাম্পিয়নস ট্রফিতে হতে যাওয়া দুবাইয়ের ম্যাচগুলোর উইকেট সম্পর্কে তথ্য। যেখানে জানা যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্টের খেলা গুলো অনুষ্ঠিত হবে নতুন উইকেটে। যার কারনে উইকেট থেকে অতিরিক্ত সুবিধা স্পিনাররা পাবেন না বলে ধারণা করা হচ্ছে। আর এ বিষয়ে বেশ কিছু তথ্য জানা গেছে উইকেট গুলোর কিউরেটরের কাছ থেকে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে যিনি বলেছেন, ‘দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দশটি উইকেট আছে। আইএল টি-টোয়েন্টির লিগ পর্যায়ে বিশেষ নির্দেশনা ছিল, যেন দুটি উইকেটে কোনো খেলা না হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিচ দুটি সতেজ রাখতে বলা হয়েছিল। অবশ্য নক-আউট ম্যাচে এর কোন উইকেট ব্যবহার করা হয়েছে কি না জানা নেই।’


আরও পড়ুন:

» সব দলের পতাকা থাকলেও রাখা হয়নি ভারতের, কারণ কী?

» ৫০২ দিন পর অপেক্ষার অবসান ঘটালেন নেইমার


দুবাইয়ের এ উইকেট কেমন হতে পারে সে বিষয়ে ধারণা দিয়েছেন সেই কিউরেটর। উইকেটের সম্ভাব্য চরিত্র নিয়ে তিনি আরও বলেছেন, ‘মূল ব্যাপার হলো, অতি ব্যবহারে উইকেট যাতে মন্থর ও নিচু বাউন্সের না হয় এবং ম্যাচ বিরক্তিকর না হয়ে ওঠে, সেটা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। সতেজ উইকেটে ব্যাটার ও বোলাররা সমান সহায়তা পেতে পারে।’

এমন উইকেটে কেবল স্পিনার নয়, প্রয়োজন পড়ে পেসারেরও। তবে ভারতের স্কোয়াডে রয়েছেন কেবল তিন পেসার। বিপরীতে পাঁচ স্পিনার দলে থাকায় স্কোয়াড নিয়ে সমালোচনা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। তাছাড়া দলের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরাহও ইনজুরির কারণে নেই দলে। এমনকি জয়সওয়ালের বদলে দলে বাড়ানো হয়েছে এক স্পিনার।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মানিয়ে নেওয়ার খুব বেশি সময় পায় না দলগুলো। তাই প্রথম ম্যাচ থেকেই মোমেন্টাম নিজেদের দিকে ধরে রাখতে চায় সবাই। এতে কিছুটা চাপে থাকবে গেল বারের রানার্স আপ ভারতও। যেখানে তাদের স্কোয়াডে স্বীকৃত ব্যাটারের সংখ্যা কম থাকাটা হতে পারে বড় কারণ। অবশ্য ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো ফর্মেই রয়েছে তারা।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট