Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সুখবর পেল পাকিস্তান

Pakistan gets big news ahead of Champions Trophy
চোট কাটিয়ে ফিরেছেন হারিস রউফ। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে প্রস্তুতি সেরেছে স্বাগতিক পাকিস্তান। তবে এই সিরিজে ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। যার ফলে এই টুর্নামেন্টে হারিসকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা কেটেছিল। তবে সব শঙ্কা কাটিয়ে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন এই তারকা পেসার।

হারিস রউফকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজ অনুশীলনে ফিরেছেন তিনি। সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই খেলতে পারবেন এই তারকা।

গত ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন হারিস রউফ। পাকিস্তানের বোলিং ইনিংসে নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বলের পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এই পেসার। পরবর্তীতে পরীক্ষার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়,হারিস বাম পাশে বুক ও পেটের পেশিতে তীব্র ব্যথা অনুভব করেছিলেন। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, তিনি লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন- এর ইনজুরিতে পড়েছেন।


আরও পড়ুন:

» প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিবর্ণ ব্যাটিং, দুইশ ছুঁয়ে অলআউট

» লিটন-মুমিনুলদের নিয়ে বিসিবির বৈঠক, আলোচনা হলো যে বিষয়ে 


এরপর পাকিস্তানের হয়ে আর ব্যাটিংয়ে নামা হয়নি হারিসের। ইনজুরি থেকে সেরে উঠতে তাকে বিশ্রামে পাঠায় পিসিবি। তবে ইনজুরি বেশি গুরুতর না হওয়ায় দ্রুত সেরে উঠেছেন এই পেসার।

আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। এই ম্যাচে স্বাগতিকদের পেস বিভাগে শাহীন আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গে দেখা যেতে পারে অভিজ্ঞ হারিসকে।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন বেশ কয়েকজন তারকা পেসার। ভারতের জাসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের বেন সিয়ার্স, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজির মতো পেসাররা এই তালিকায় আছেন।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট