Connect with us
ক্রিকেট

ইনশাআল্লাহ ভালো কিছু হবে : সাব্বির রহমান

Sabbir Rahman talk about Bangladesh team
বাংলাদেশ দল নিয়ে কথা বললেন সাব্বির। ছবি- সংগৃহীত

আজ থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। টুর্নামেন্ট উদ্বোধনের পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা মিশন। দেশ ছাড়ার আগে এবার চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিয়েই গিয়েছেন টাইগার ক্রিকেটাররা।

অবশ্য বাংলাদেশ দল নিয়ে খুব একটা আশা প্রকাশ করেননি বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা। রিকি পন্টিং তো সরাসরি বলেছিলেন শান্তদের তুলনায় সম্ভাবনা বেশি রয়েছে আফগানিস্তানের। এবি ডি ভিলিয়ার্সও মনে করিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোন ম্যাচ জেতাটাই হবে অঘটন। যদিও সেই অঘটনই প্রত্যাশা করেন তিনি।

তবে বাংলাদেশ এই বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করবে সেই আশা দেশের বর্তমান ও সাবেক অসংখ্য ক্রিকেটারের। এবার সেই তালিকায় নাম লেখালেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার সাব্বির রহমান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এই টাইগার ক্রিকেটার বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন।


আরও পড়ুন:

» ভারতের চার দশকের বিশ্বরেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

» অবশেষে বাংলাদেশ দলকে শুভ কামনা জানালেন মাশরাফি


টাইগার ক্রিকেটারদের অফিসিয়াল ফটোসেশনের ছবি ফেসবুকে শেয়ার করে সাব্বির তার ক্যাপশনে লিখেছেন, ‘অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ, ভালো কিছু হবে।’

অবশ্য টুর্নামেন্ট আগ মুহূর্তে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ মোটেও ভালো হয়নি বাংলাদেশের। তবে সেটা গুরুত্ব দিয়ে দেখছে না দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে ঘুরে দাঁড়াবে টাইগাররা, এমনটাই বিশ্বাস সকলের।

উল্লেখ্য, আজ ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের গ্রুপে ভারত ছাড়াও আছে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে খেলা হবে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট