Connect with us
ক্রিকেট

হাইভোল্টেজ ম্যাচে টস জিতলেন শান্ত, ম্যাচ জিততে পারবেন তো?

BD toss

যে সাকিব আল হাসানের কল্যাণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ, সেই সাকিবই নেই স্কোয়াডে। সাকিব-তামিম বিহীন বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হচ্ছে আজ। ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচে শান্ত ব্যাটিংবেছে নেওয়ায় আগে ফিল্ডিং করবেন রোহিত শর্মারা। ম্যাচ জিতবে কে, তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল জবাব-পাল্টা জবাব।

toss

টস করছেন শান্ত ও রোহিত

এই ম্যাচ ঘিরে দুই দলই নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে নামছে। তবে বাংলাদেশ তাদের একাদশে রিয়াদ ও নাহিদ রানাকে রাখেনি। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাফায়েল।


আরও পড়ুন:

» মুশফিকের ইমামতিতে মোশতাক-রিয়াদ-মিরাজদের নামাজ আদায়

» বিব্রতকর রেকর্ডে সাকিবের পেছনেই বাবর


বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মেদ শামি ও হার্শাত রানা।

বাংলাদেশ দল ডিসেম্বরের পর আর কোনো ওয়ানডে ম্যাচই খেলেনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। আর ভারত কদিন আগেই ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ফর্মের তুঙ্গে রয়েছে।

গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে নবম চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছে কিউইরা। প্রথম ম্যাচেই দুটি শতক এসেছে।

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট