Connect with us
ক্রিকেট

পরাজয়ের ম্যাচেও হার্শার প্রশংসা পেলেন হৃদয়

Harsha Bhogle talk about Towhid Hridoy
হৃদয়ের প্রশংসায় হার্শা ভোগলে। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শুরুটা আশানুরূপ হলো না বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে ভালো প্রতিযোগিতা করার প্রত্যাশার কথা জানালেও ম্যাচে ফলাফল নিজেদের দিকে আনতে পারেনি টাইগাররা। তবে গতকাল রাতে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হলেও প্রশংসা কুড়িয়েছেন তাওহিদ হৃদয়।

এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এখান থেকে প্রতিযোগিতা চালাতে পারবে টাইগাররা, তেমনটা হয়তো ভাবেননি অনেকেই। তবে জাকের আলীকে সঙ্গে নিয়ে তাওহিদ হৃদয়ের ১৫৪ রানের জুটি বাঁচিয়ে রেখেছিল ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা।

এদিন পায়ে চোট পেয়েও দমে জাননি হৃদয়। করেছেন হার না মানা এক সেঞ্চুরি। তার এমন ইনিংস নিয়ে প্রশংসা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। নিজের অফিসিয়াল এক্সে এক বার্তা দিয়ে হার্শা লিখেন, ‘তাওহিদ হৃদয়ের কথা অনেক দিন ধরে শুনে আসছি। তবে সেভাবে সে কিছু করতে পারেনি। আজকে সে নিজের ক্লাস দেখিয়েছে।’

আরও পড়ুন:

» যে পাঁচ ভুলে হারলো বাংলাদেশ, রয়েছে কিছু প্রাপ্তিও!

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচসহ আজকের খেলা (২১ ফেব্রুয়ারি ২৫)

শুরুতে দ্রুত উইকেট হারানোর পর হৃদয় ও জাকেরের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। বাংলাদেশের ইনিংস চলাকালে এক্সে আরেক বার্তা দিয়ে হার্শা লিখেন, ‘দারুণ প্রশংসীয় পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। তারা যদি স্কোরটাকে ২৪০ রান পর্যন্ত টেনে নিতে পারে তাহলে আমরা দারুণ একটি ম্যাচ পেতে যাচ্ছি।’ অবশ্য শেষ পর্যন্ত ২২৮ রান করতে পারে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে ভালো শুরু পেলেও ১৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। এসময় হার্শা এক্সে লিখেন, ‘ভারতের হয়ত ব্যাটিং বাকি আছে তবে বাংলাদেশ তাদের ঘাম ছুটিয়ে দিচ্ছে। এখন এটা বেশ কঠিন রান তাড়া হয়ে গেছে।’ অবশ্য এরপর আর কোন উইকেট হারায়নি ভারত। রাহুল-গিলের জুটিতে ২১ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে তারা।

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট