Connect with us
ক্রিকেট

প্রথম সেঞ্চুরি করেও আক্ষেপের কথা শোনালেন হৃদয়

Towhid Hridoy first odi century
তাওহিদ হৃদয়ের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শুরুটা পরাজয় দিয়ে করল বাংলাদেশ। যেখানে ভারতের বিপক্ষে প্রতিযোগিতা করার কথা জানালেও শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। টাইগাররা পরাজিত হয়েছে ৬ উইকেটের ব্যবধানে। তবে এদিন দলের মান কিছুটা রেখেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী।

গতকাল বৃহস্পতিবার রাতে দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে শুরুতে ৩৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। তবে সেখান থেকে তাওহিদ হৃদয় ও জাকের আলীর দেড় শতাধিক রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে টাইগাররা। শেষ পর্যন্ত জাকের ৬৮ রানে ফিরে গেলেও হৃদয়ের প্রথম সেঞ্চুরির সুবাদে ২২৮ রান পর্যন্ত তুলতে পারে বাংলাদেশ।

অবশ্য ম্যাচ জয়ের জন্য সেটা যথেষ্ট হয়নি। ২১ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে ভারত। তবে হার না মানা সেঞ্চুরির জন্য সকলের প্রশংসা কুড়িয়েছেন হৃদয়। যদিও ওয়ানডেতে প্রথম ম্যাজিক ফিগার স্পর্শ করেও আক্ষেপ রয়ে গেছে এই টাইগার ক্রিকেটারের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তেমনটাই ইঙ্গিত দিলেন তিনি।

আরও পড়ুন:

» পরাজয়ের ম্যাচেও হার্শার প্রশংসা পেলেন হৃদয়

» যে পাঁচ ভুলে হারলো বাংলাদেশ, রয়েছে কিছু প্রাপ্তিও!

হৃদয় বলেন, ‘৫ উইকেট হারানোর পরে ধৈর্য ধরেছি। নিজের সাথে কথা বলেছি, কীভাবে এখান থেকে বের হওয়া যায়। একটা সময় ডট দিয়েছি অনেক, তবে আমার বিশ্বাস ছিল যদি ক্যারি করতে পারি আমি সেটা কাভার দিতে পারব। আমার ক্র্যাম্পটা না হলে হয়ত দলের জন্য ২০-৩০ রান বেশি করে দিতে পারতাম। অই সুযোগ সামনে আসলে সেই চেষ্টা করব ইনশাল্লাহ।

তিনি আরও বলেছেন, ‘আলহামদুলিল্লাহ প্রথম সেঞ্চুরি। আশা করি এটা ভবিষ্যতে আমাকে আত্মবিশ্বাস দেবে। দ্রুত কিছু উইকেট পড়ার পর আমি আর জাকের মিলে কামব্যাক করেছি। তবে একজন যদি খেলাটা শেষ করতে পারতাম তাহলে ২৭০ পর্যন্ত যেতে পারতাম। তারা ৪৭ ওভারে চেইজ করেছে খুব বেশি সহজও ছিল না। আমরা ৩০-৪০ রান কম করে ফেলেছি।’

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট