Connect with us
ক্রিকেট

মাঠে নামার আগে চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিল আফগানিস্তান

Afghanistan team in Champions trophy
আফগানিস্তান দল। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দুদিন বাদে আজ মাঠে নামবে আফগানিস্তান। যেখানে তারা নিজেদের গ্রুপ প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিজেদের প্রথম ম্যাচ। নিজেদের এই কঠিন লড়াইয়ে নামার আগেই বেশ আত্মবিশ্বাসী বার্তা দিলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। জানালেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের দলের প্রতি ভালোভাবেই আস্থা থাকার কথা জানিয়েছেন তিনি। যেখানে শিরোপা জয়ের কথা জানিয়ে হাশমতউল্লাহ বলেন, ‘গতবার সেমিফাইনালে খেলেছি। এবার আশা করব ফাইনালে যাব এবং শিরোপা জিতব। আমরা এটার দিকেই তাকিয়ে আছি, আমি জানি আমাদের সামর্থ্য আছে।’

হাসমতউল্লাহ আরও বলেছেন, ‘গত দুটি বিশ্বকাপে আমরা ভলো খেলেছি কিন্তু এটা এখন অতীত। আমাদের মাথায় থাকতে পারে, তবে সামনেই তাকাতে হবে। আমরা এমন দল নই, যারা কিছু একটা অর্জন করে তার ওপর নির্ভর করে থাকব। আমাদের লক্ষ্য হচ্ছে দল হিসেবে প্রতিনিয়ত উন্নতি করা। যখনই আমরা সুযোগ পেয়েছি, চ্যাম্পিনস ট্রফি, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চেষ্টা করেছি পারফরম্যান্স উন্নতি করতে।’

আরও পড়ুন:

» চোট কাটিয়ে পরের ম্যাচে খেলবেন কিনা জানালেন হৃদয় 

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচসহ আজকের খেলা (২১ ফেব্রুয়ারি ২৫)

তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দলটা ভালো, এই ধরনের কন্ডিশনও আমাদের জন্য মানানসই। অধিনায়ক ও দলের নেতা হিসেবে আমি খুবই আত্মবিশ্বাসী আমরা পরের ধাপে যেতে পারব। আমরা কঠোর পরিশ্রম করছি সেটার জন্য। গত দুই বছরে আমরা অনেক মানসম্পন্ন ক্রিকেট খেলেছি। আমাদের জন্য এবার ভালো সুযোগও, কারণ ছেলেরা বেশ অভিজ্ঞ।’

এর আগে একই ধরনের কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। যেখানে তিনি বিভিন্ন কারণে উল্লেখ করেছিলেন, আফগানিস্তানের সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার। এছাড়া রিকি পন্টিং বলেছেন বাংলাদেশের তুলনায় আফগানদের সম্ভাবনা বেশি। আজ বিকেল তিনটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে তারা।

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট