Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ : শেষ ষোলোর ড্র শেষে কে কার প্রতিপক্ষ?

Champions League last 16
শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ছবি- গোল

প্রথমবারের মতো ৩৬ দল নিয়ে মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। নতুন ফরম্যাটে এই ইউরোপীয় প্রতিযোগিতাটি দারুণ জমে উঠেছে। ইতোমধ্যে গ্রুপ পর্ব ও প্লে-অফের খেলা শেষ হয়েছে এবং ১৬ টি দল রাউন্ড অব সিক্সটিনে জায়গা করেছে নিয়েছে। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে দলগুলো।

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ড নিশ্চিতের আগে ৮টি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। এর মধ্যে টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। আর টেবিলের নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দলের প্লে-অফে দুই লেগের লড়াই শেষে ৮ দল শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। এই ১৬ দল নিয়ে শুরু হতে যাচ্ছে রাউন্ড অব সিক্সটিনের জমজমাট লড়াই।

এই লড়াইকে সামনে রেখে আজ (শুক্রবার)সুইজারল্যান্ডের নিয়ন শহরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।

শেষ ষোলোয় একপাশে রয়েছে পিএসজি, লিভারপুল, ক্লাব ব্রুগ, অ্যাস্টন ভিলা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসভি ও আর্সেনাল। যেখানে শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি হবে লিভারপুল এবং ক্লাব ব্রুগের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। এর মধ্যে দুই জয়ী দল কোয়ার্টার ফাইনাল খেলবে এবং কোয়ার্টারে জয়ী দল সেমিতে উঠবে।

আরও পড়ুন:

» জাতীয় দলে খেলতে চান দুই ইউরোপ প্রবাসী ফুটবলার

» এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল 

অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং পিএসভির মুখোমুখি হবে আর্সেনাল। এই চার দলের মধ্যে একটি দল সেমিতে পা রাখবে।

শেষ ষোলোয় অপরপাশে রয়েছে বাকি আট দল- বেনফিকা, বার্সেলোনা, ডর্টমুন্ড, লিলি, বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন, ফেইনুর্ড ও ইন্টার মিলান। যেখানে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেনফিকাকে। আর ডর্টমুন্ডের প্রতিপক্ষ লিলে। এই চার দলের মধ্যে একটি দল সেমিতে পা রাখবে।

Round of 16 Draw

শেষ ষোলোয় একে অপরের মুখোমুখি হবে দলগুলো। ছবি- উয়েফা

অন্যদিকে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্বদেশি ক্লাব বায়ার লেভারকুসেন এবং ইন্টার মিলানের প্রতিপক্ষ ফেইনুর্ড। এই চার দলের মধ্যে একটি দল সেমিতে পা রাখবে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আগামী ৪ ও ৫ মার্চ প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ১১ ও ১২ মার্চ দ্বিতীয় লেগে একে অপরের মুখোমুখি হবে দলগুলো।

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল