Connect with us
ক্রিকেট

সেমির আশা বাঁচাতে এবার ভারতকে সমর্থন দেবে বাংলাদেশ!

Team India in champions trophy
ভারত ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। বৈশ্বিক এই টুর্নামেন্টে খুব কম ম্যাচ খেলার সুযোগ থাকায় প্রতিটা ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ। এদিকে টুর্নামেন্টে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সেই ভারতকেই সমর্থন দিতে হবে বাংলাদেশকে!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে  গ্রুপ ‘এ’-তে। গ্রুপের চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে নিউজিল্যান্ড জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে এবং ভারত জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। নেট রানরেটে এগিয়ে থাকায় ২ পয়েন্ট নিয়ে শীর্ষে কিউইরা এবং তাদের নিচেই ভারত। অন্যদিকে বাংলাদেশের নেট রানরেট তুলনায় বেশি হওয়ায় তিন নম্বরে বাংলাদেশ ও চারে পাকিস্তান।

টুর্নামেন্টে এখনও বাকি রয়েছে বাংলাদেশের দুই ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। সেমিফাইনাল নিশ্চিতের জন্য এই দুই ম্যাচেই জয় পেতে হবে টাইগারদের। সেক্ষেত্রে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে ভারতের কাছে হারতে হবে। যদি ভারত তাদের পরবর্তী দুই ম্যাচ জিততে পারে এবং বাংলাদেশও হারাতে পারে নিউজিল্যান্ড ও পাকিস্তানক, তবে আর কোন হিসাব-নিকাশ ছাড়াই সেমিফাইনালে পৌঁছে যাবে টাইগাররা।

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২২ ফেব্রুয়ারি ২৫)

» বিশ্বকাপজয়ী ফুটবলারের বাড়িতে চুরি, ক্ষতি কোটি টাকা

আর যদি নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে জিতে যায়, তাহলে সমীকরণ কঠিন হয়ে যাবে আরও কিছুটা। তখন দুই জয়ের পাশাপাশি নেট রানরেটের দিকেও তাকিয়ে থাকতে হবে শান্তদের। তাই নিজেদের সহজ পথ চলায় ভারতের জয় বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আর এজন্যই প্রথম ম্যাচের প্রতিপক্ষদের বাকি ম্যাচের সমর্থন দিতেই পারে লাল সবুজের সমর্থকরা।

অবশ্য আগামীকালকে ভারত-পাকিস্তান ম্যাচে যেকোনো দলকে সমর্থন করতে পারবে বাংলাদেশ। কেননা এই ম্যাচে পাকিস্তান জয় পেলেও সেমির সমীকরণে খুব বেশি প্রভাব পড়বে না, যদি নিজেদের বাকি দুই ম্যাচ জিততে পারে টাইগাররা। তবে যেহেতু প্রথম ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড, তাই তাদের বিপক্ষে ভারতকে সমর্থন জানানোর বিকল্প নেই বাংলাদেশের।

উল্লেখ্য, বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এদিকে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের একদম শেষে আগামী ২ মার্চ। সেমির সমীকরণ মেলাতে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট