Connect with us
ক্রিকেট

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি ওপেনার

Zakir Hasan wedding photo
জাকির হাসান এবং তার স্ত্রী। ছবি- সংগৃহীত

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রয়েছে পাকিস্তানে। এদিকে জাতীয় দলের বাইরে থাকা ওপেনার জাকির হাসান জীবনের নতুন অধ্যায় শুরু করে ফেললেন দেশে বসেই। গতকাল শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৭ বছর বয়সে এই টাইগার ওপেনার।

বাংলাদেশি ক্রিকেটার জাকিরের স্ত্রী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন দেশে থাকা জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে। এরমধ্যে ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব নিজেদের স্ত্রীসহ হাজির হয়েছিলেন বিয়েতে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন তার অসংখ্য ভক্ত সমর্থক। এছাড়াও শুভকামনা জানিয়েছেন সতীর্থ ক্রিকেটাররাও। আফিফ এক পোস্ট করে লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’

আরও পড়ুন:

» ভারতকে হারিয়ে সেমির পথ খোলা রাখতে চায় পাকিস্তান

» ভুল সিদ্ধান্তে ভারতের কাছে হেরেছে শান্তরা, বললেন আশরাফুল

অবশ্য বিয়ের পর অবশ্য খুব বেশি ছুটির সুযোগ পাচ্ছেন না জাকির। কারণ আজ থেকেই শুরু হয়েছে ডিপিএলের দলবদল। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্টের নতুন আসর। ঘরোয়া এই প্রতিযোগিতায় জাকির এবার খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। 

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট