Connect with us
ক্রিকেট

স্টার্ক-কামিন্সদের ছাড়া বিবর্ণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের রানপাহাড়

England vs Australia
অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ডের রানপাহাড়। ছবি- সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের ছাড়া আইসিসির ওয়ানডে টুর্নামেন্ট খেলছে অস্ট্রেলিয়া। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে অজিরা। তবে এই তিন তারকা পেসারকে ছাড়া ছন্নছাড়া দলটির বোলিং লাইনআপ। প্রথম ম্যাচে ইংলিশ ব্যাটারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি বদলি হিসেবে সুযোগ পাওয়া পেসাররা।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে ইংল্যান্ড। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রান।

দলের হয়ে সর্বোচ্চ ১৬৫ রান করেছেন বেন ডাকেট। ১৪৩ বলের ইনিংসটি ৩ ছক্কা ও ১৭ চারের মারে সাজিয়েছেন এই ওপেনার। জো রুট ৭৮ বলে ৬৮ এবং জস বাটলার ২১ বলে ২৩ রান করেছেন। এছাড়া জোফরা আর্চারের ব্যাট থেকে এসেছে ২১ রান।

আরও পড়ুন:

» নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন মাহমুদউল্লাহ? যা জানা গেল

» পরের ম্যাচে মাহমুদউল্লাহ ফিরলে, বাদ পড়বেন কে? 

এদিন গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বোলিংয়ে নেমে ভালো শুরু পেয়েছিল দলটি। ইনিংসের দ্বিতীয় ওভারে ১৩ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙেন বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস । ৬ বলে ১০ রান করে আউট হন মারকুটে ওপেনার ফিল সল্ট। এরপর তিনে নামা জেমি স্মিথও ডোয়ারসুইসের শিকার হয়ে ফেরেন। প্যাভিলিয়নে ফেরার আগে ১৩ বলে ১৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দলীয় ৪৩ রানে ২ উইকেট হারানোর পর বেন ডাকেট ও জো রুটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে বিশাল জুটি গড়েন তারা। ২০১ রানের মাথায় রুটকে ফিরিয়ে ১৫৮ রানের জুটি ভাঙেন অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। রুট ৬৮ রান করে ফিরে গেলেও একপ্রান্ত আগলে খেলতে থাকেন ডাকেট। একের পর এক বাউন্ডারিতে তুলে নেন নিজের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

Ben Duckett gest century against Australia

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন বেন ডাকেট। ছবি- এপি

সেঞ্চুরি হাকিয়ে থামেননি ডাকেট। এরপর পৌঁছে যান দেড়শ রানের মাইলফলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই প্রথম দেড়শ রানের ইনিংস। ৪৮ তম ওভারে তার এই দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে। তার ব্যাট থেকে আসা ১৬৫ রান টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এছাড়া শেষদিকে আর্চারের ১০ বলে ২১ রানের ক্যামিওতে ভর করে এই বিশাল পুঁজি পায় ইংলিশরা।

অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৬৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন বেন ডোয়ারসুইস। এছাড়া অ্যাডাম জাম্পা ও মারনাস লাবুশেন ২টি করে উইকেট শিকার করেছেন।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট