Connect with us
ক্রিকেট

তৃতীয়বার বোলিং পরীক্ষা দেবেন সাকিব, জানা গেল দিনক্ষণ

Shakib to give bowling test for the third time
নিষেধাজ্ঞা কাটাতে আবারও বোলিং পরীক্ষা দেবেন সাকিব। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়ে এসে অনাকাঙ্ক্ষিত বোলিং নিষেধাজ্ঞায় পড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। যে কারণে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছিল তাকে। তবে প্রথমবার বার্মিংহামে এবং দ্বিতীয়বার চেন্নাইতে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে দুই জায়গাতেই ফেল করেছেন তিনি। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন এই তারকা।

বোলিং নিষেধাজ্ঞার কারণে বর্তমানে কেবল ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব। তবে বাইশ গজে পুনরায় বোলিং করতে মরিয়া এই স্পিনার। আইসিসির দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় মাঠে ফিরতে তৃতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। আগামী মার্চেই ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাওয়ার কথা রয়েছে এই অলরাউন্ডারের।

গত ডিসেম্বরের লঙ্কা টি-টেন লিগের পর থেকে বাইশ গজের বাইরে আছেন সাকিব। তবে এবার নাম লিখিয়েছেন মার্চে মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে। আজ (শনিবার) তাকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আসন্ন এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে তার। এর আগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ইংল্যান্ডে যাবেন এই তারকা।


আরও পড়ুন:

» মুশফিকের ছন্দহীনতা নিয়ে যা বললেন নির্বাচক রাজ্জাক

» ‘ঘরের ছেলে ঘরে আসছে’, সাকিব প্রসঙ্গে রূপগঞ্জের মালিক 


এ প্রসঙ্গে রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘সাকিব তৃতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবে। সে রোজার মধ্যে ইংল্যান্ডে যাবে পরীক্ষা দিতে। সে একজন কোচের সঙ্গে কাজ করছে। তিনি রাজি হলে সে আবারও পরীক্ষা দেবে। এই পরীক্ষায় পাশ করলে আমি মনে করি সে বাংলাদেশে খেলতে পারবে।’

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টিতে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব, যেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা প্রশ্ন তোলেন। এরপর ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন এবং সেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এরপর দ্বিতীয় দফায় চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ না হওয়ায় সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট