Connect with us
ক্রিকেট

ভারতীয় ক্রিকেটার হয়েও যে কারণে চান পাকিস্তানের জয়

India and Pakistan team
ভারত-পাকিস্তান দ্বৈরথ। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে ভারত এবং পাকিস্তান। যেখানে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ভারত। অপরদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে শুরুতেই হোঁচট খেয়েছে স্বাগতিক পাকিস্তান। আজ বহুল প্রতীক্ষিত ম্যাচে দেখা যাবে এই ভারত-পাকিস্তান দ্বৈরথ।

টুর্নামেন্টের সবথেকে হাইভোল্টেজ এই ম্যাচ যত ঘনিয়ে এসেছে, আলোচনা বেড়েছে কারা এগিয়ে আছে সে বিষয়ে। উভয় দলের ক্রিকেটার থেকে সমর্থক সবাই নিজের দলকে জয়ের জন্য ফেভারিট বলে মনে করছেন। তবে ব্যতিক্রম ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান। তিনি চান এই ম্যাচে জয় হোক পাকিস্তানের।

মূলত পাকিস্তান এই ম্যাচে হেরে গেলে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে যাবে। আর স্বাগতিক দল না থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেকটাই ফ্যাকাশে হয়ে পড়বে। সেই বিবেচনায় অতুল চান ভারতকে পরাজিত করুক পাকিস্তান। এতে টুর্নামেন্টে দুই দলের মাঝে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন:

» ভারত-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (২৩ ফেব্রুয়ারি ২৫)

» সাড়ে তিনশ রান তাড়া করে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি চাই পাকিস্তান জিতুক। কারণ চলমান টুর্নামেন্টের জন্য এটাই ভালো হবে। পাকিস্তানকে জিততে না দিলে তারা কী করবে? পাকিস্তান যদি জেতে তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। একটা সমান সমান লড়াই হওয়া উচিত।’

নিজ দেশের জয় না চাইলেও দলের প্রশংসা করেছেন অতুল, ‘দলে শুবমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটসম্যান আছে। ৮ নম্বরে ব্যাটিং করে অক্ষর প্যাটেল। রোহিত ৫টা স্পিনার দলে নিয়েছে, যেটা দুবাইয়ের জন্য ভালো। যে দল আছে এর ওপর বিশ্বাস রাখো ও সামনে এগিয়ে যাও।’

উল্লেখ্য, আজ বিকেল ৩টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত টুর্নামেন্টের স্বাগতিক দল পাকিস্তান। গেল আসরের ফাইনাল পরিজয়ের প্রতিশোধ নিতে চাইবে রোহিত শর্মার দল। আর দ্বিতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চাইবে পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট